বাড়িঘর ভাঙচুর, দোকানি আহত
ইতালির নাগরিক তাবেলা হত্যার আসামি মতিনের জামিন স্থগিত
ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা মামলার আসামি আব্দুল মতিনের জামিন ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একইসঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার চেম্বার বিচারপতি মির্জা হোসেন হায়দার এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আসামি পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২৫ অক্টোবর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তাভেলা সিজার হত্যা মামলার আসামি মতিনকে জামিন দিয়েছিলেন। এরই মধ্যে এই মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুম ও তাঁর ভাই আব্দুল মতিনসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।
গত বছরের ২৮ সেপ্টেম্বর গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তাভেলা সিজার। ঘটনার পরের দিন রাতে নেদারল্যান্ডস ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিসিও কো-অপারেশনের বাংলাদেশের আবাসিক প্রতিনিধি হেলেন সাফ ভ্যান ডাক বিক বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।
পরের দিন ৩০ সেপ্টেম্বর মামলাটি গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আব্দুল মতিন এই মামলার প্রধান আসামি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন