ইতিহাসবিকৃতি রোধ করছে গবেষকদের সত্য : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ইতিহাসবিকৃতি, ধামাচাপা ও মিথ্যাচার- এ তিন অপকর্মরে জাল ছিন্ন করে সত্য উদঘাটন করছেন ইতিহাস ও রাজনীতি গবেষকরা। মুক্তিযুদ্ধ গবেষক শামছুল আরেফিনের গবেষণায় এটাই আবার প্রমাণিত হলো- বঙ্গবন্ধুই মুক্তিযুদ্ধের নেতা, তিনিই বীর আর রাজাকাররা যুদ্ধাপরাধী।’
শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স আয়োজিত `মুক্তিযুদ্ধকালীন সাব সেক্টর অধিনায়ক এ এস এম শামছুল আরেফিনের গবেষণার ৪০ বছর পূর্তি` শীর্ষক আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামান। আলোচনায় অংশ নেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, আব্দুল ওয়াদুদ দারা এমপি, পঙ্কজ দেবনাথ এমপি, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কলামিস্ট আবেদ খান, সাংবাদিক সৌম্য বন্দোপাধ্যায়, নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু প্রমুখ। সভা সঞ্চালনা করেন সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল।
এ এস এম শামছুল আরেফিন ‘বাংলাদেশ ডকুমেন্টস ১৯৭১’, ‘মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান’, ‘বাংলাদেশের নির্বাচন’, ‘জিয়া-মঞ্জুর হত্যাকা- এবং তারপর’সহ ২০টি গ্রন্থের প্রণেতা।
এ এস এম শামছুল আরেফিন ১৯৫১ সালের ১৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালে সেনাবাহিনীতে যোগ দেন। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। শামছুল আরেফিন ১৯৮২ সালে মেজর হিসেবে অবসর নেওয়ার পর গবেষণার পাশাপাশি গণমাধ্যমে কাজ করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন