ইতিহাসের পাতায় আফগানিস্তানের শাহজাদ

আফগানিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ গড়লেন এক নতুন বিশ্বরেকর্ড৷ একই দিনে ভিন্ন দুটি আন্তর্জাতিক ম্যাচে ফিফটি করে ইতিহাসের পাতায় নাম লেখালেন আফগানিস্তানের এই উদ্বোধনী ব্যাটসম্যান। একদিনে দুটি আন্তর্জাতিক ম্যাচে দুই ফিফটির ঘটনা ক্রিকেট ইতিহাসে এটাই প্রথম।
শাহজাদের রেকর্ডময় দিনে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইসিসির সদস্য দেশগুলোর টুর্নামেন্ট ‘ডেজার্ট টি-টোয়েন্টি চ্যালেন্জ’ এ চ্যাম্পিয়ন হয় আফগানিস্তান৷
শুক্রবার টুর্নামেন্টের শেষ দিনে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শাহজাদের অনবদ্য ৮০ রানের সুবাদে ওমানের বিপক্ষে সহজ জয় তুলে নেয় আফগানিস্তান৷ একইদিনে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৯৮ রানের বড় ব্যবধানে হারায় আয়ারল্যান্ড৷ ঐদিন সন্ধায় ফাইনালে মুখোমুখি হয় আয়ারল্যান্ড এবং আফগানিস্তান৷ ফাইনালে আয়ারল্যান্ডের দেয়া ৭১ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে বিনা উইকেটে জয় তুলে নেয় আফগানিস্তান৷ মোহাম্মদ শাহজাদ ৪০ বলে করেন অপরাজিত ৫২ রান৷
সদ্য শেষ হওয়া এই টুনার্মেন্টে ৫১.৭৫ গড়ে ২০৭ রান করে শাহজাদ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় সপ্তম স্থানে উঠে আসেন৷ ৫৫ টি-টোয়েন্টিতে ১১৬৫ রান করে ভারতের অধিনায়ক বিরাট কোহলির পরেই আছেন আফগানিস্তানের এই উইকেটকিপার-ব্যাটসম্যান৷
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন