ইতিহাসে প্রথম নারী সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন
শনিবার সন্ধ্যা সোয়া ৭টা। জাতীয় প্রেসক্লাবের পশ্চিম দিকের মিলনায়তনের বাইরে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০১৭-এর চূড়ান্ত ফল শুনতে অপেক্ষার প্রহর গুনছিলেন প্রেসক্লাব সদস্যরা। সেখানে প্রজেক্টরের দিকে সবার দৃষ্টি। সন্ধ্যা থেকেই সরাসরি নির্বাচনের ফলাফল ঘোষণা দেয়া হলেও দীর্ঘক্ষণে কাঙ্খিত ফলাফল ঘোষণা না হওয়ায় অনেকেই ধৈর্য্য হারিয়ে ফেলছিলেন। হঠাৎ ভেতর থেকে কেউ একজন এসে শফিক সভাপতি ও ফরিদা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বলতেই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির গণমাধ্যমকর্মীরা উল্লাসে ফেটে পড়েন। মুহূর্তেই শফিক-ফরিদা ধ্বনিতে মুখরিত হয়ে উঠে চারদিক।
জানা গেছে, জাতীয় প্রেসক্লাবের ৬০ বছরের ইতিহাসে এবারই প্রথম নারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ফরিদা ইয়াসমিন। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা জব্বার আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।
গত কয়েকদিন নির্বাচনের হাওয়া তার অনুকূলে থাকলেও নিশ্চিন্তে বসে থাকেননি তিনি। ভোটারদের মন জয় করতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছেন। কখনও প্রেসক্লাব, কখনও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ক্র্যাব আবার কখনও বা প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় বিরামহীনভাবে ছুটে চলেছেন তিনি।
ফরিদা বেগম ইতিপূর্বে তিনবার প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সর্বশেষ যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি।
লেখাপড়া চলাকালিন তার সাংবাদিকতায় হাতেখড়ি। প্রথমদিকে অধুনালুপ্ত দৈনিক বাংলার বাণী, পরে দৈনিক মুক্তকণ্ঠ ও দৈনিক যুগান্তরে কাজ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট।
ফরিদা ইয়াসমিন বিভিন্ন সময় প্রেসক্লাবে দায়িত্বপালনকালে বহু কাজ করেছেন। তিনি শিশু শিক্ষা উপকমিটির দায়িত্বপালনকালে শহীদ সাংবাদিক স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের নিয়ে অনুষ্ঠানসহ নানা উদ্যোগের প্রাণকেন্দ্রে থেকে শিশুদের মনে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে ভূমিকা রাখেন।
তার তত্ত্বাবধানে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের অনুষ্ঠান নিয়মিত হয়েছে। সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক হিসেবে তিনি জাতীয় প্রেসক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বনন্দিত শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন ও কুমার বিশ্বজিৎকে নিয়ে অনুষ্ঠান করেন। এছাড়া ভাষা সৈনিকদের সম্বর্ধনা, চলচ্চিত্র প্রদর্শনী, কবি ও সাহিত্যিকদের নিয়ে অনুষ্ঠান ও গুণীজনদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেন। দীর্ঘদিনের অব্যাহত প্রচেষ্টার পর ২০১৪ সালে ১৭১ জনকে সদস্যপদ প্রদানে তিনি জোরালো ভূমিকা রাখেন।
ফরিদা ইয়াসমিনের স্বামী নঈম নিজাম বাংলাদে
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন