ইতিহাস গড়ল হৃতিকের ‘মহেঞ্জোদারো’ ট্রেলার (ভিডিও)

‘যোধা আকবর’ ছবির ব্যাপক জনপ্রিয়তার পর আবারও পর্দায় ফিরে এল আশুতোষ গোয়াড়িকর, হৃতিক রোশন জুটি। ফলে ‘মহেঞ্জোদারো’ নিয়ে উৎসাহ তো ছিলেই।
সিনেমাটি নির্মাণের শুরু থেকেই ছবিটি নিয়ে বেশ উত্তেজনা দর্শকদের মাঝে। গতকাল জানা গিয়েছিল, সন্ধ্যায় প্রকাশ পেতে চলেছে আশুতোষ গোয়াড়িকারের নতুন ছবি ‘মহেঞ্জোদারো’-র ট্রেলার।
কিন্তু ট্রেলার প্রকাশ করার পর যে সাড়া পাওয়া গেল, এতটাও বোধহয় আশা করেনি কেউ। ২৪ ঘণ্টা পেরোনোর আগেই ৯ লাখ ৭০ হাজার দর্শক ছাড়াল ‘মহেঞ্জোদারো’র ট্রেলার।
এপিক অ্যাডভেঞ্চার-রোমান্স ঘরানার সিনেমাটির প্রেক্ষাপট ২৬০০ খ্রিস্টপূর্বে ইন্দো সভ্যতা। সিনেমার গল্প তৈরি হয়েছে শারমান নামের একজন কৃষককে নিয়ে। সে নিজের অতীত জানার জন্য মহেঞ্জো দারো-তে যায় এবং নিজের সম্পর্কে নানা তথ্য খুঁজে বের করে। সেখানে গিয়ে সে সেখানকার শাসকের সঙ্গে বিবাদে লিপ্ত হয়। এ সময় তার পরিচয় হয় চানি নামের এক নারীর সঙ্গে।
মহেঞ্জো দারো সিনেমাটির পরিচালনা করেছেন আশুতোষ গোয়াড়িকর। সিনেমাটির প্রযোজনা করছেন সিদ্ধার্থ রয় কাপুর এবং সুনিতা এ গোয়ারিকর। সিনেমাটি তৈরির জন্য তিন বছরের অধিক সময় ধরে সব আয়োজন সম্পন্ন করেছেন পরিচালক। ইন্দো সভ্যতা আবিষ্কারের ওপর নথি রয়েছে এমন একজন পুরাতত্ত্ববিদের সাহায্যও নিয়েছেন তিনি।
সিনেমায় শারমান চরিত্রে অভিনয় করেছন হৃতিক রোশান। প্রধান নারী চরিত্রে দেখা যাবে পূজা হেগড়েকে। এ ছাড়া রয়েছেন কবির বেদি, অরুণদয় সিং। আগামী ১২ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত রুস্তম সিনেমাটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন