ইতিহাস গড়ে আয়ারল্যান্ডে প্রথম সমকামী প্রধানমন্ত্রী হচ্ছেন ভারাদকার
ইতিহাস গড়ে মাত্র ৩৮ বছর বয়সে আয়ারল্যান্ডের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ভারতীয় বংশোদ্ভুত চিকিৎসক লিও ভারাদকার। তিনিই হবেন বিশ্বের তরুণতম প্রধানমন্ত্রী।
ভারতীয় শরণার্থী বাবা আর আইরিশ মায়ের সন্তান ভারাদকার এক বর্ণময় চরিত্র। ২২ বছর বয়সে তিনি রাজনীতিতে আসেন। ২৭ বছর বয়সে সাংসদ হন। ৩৬ বছর বয়স বয়সে প্রকাশ্যে স্বীকার করেন তিনি সমকামি।
ডাবলিনের বাসিন্দা ভারাদকার এখন সামাজিক নিরাপত্তা মন্ত্রী। ২০১১ সাল থেকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী রয়েছেন তইসিচ এন্ডা কেন্নি। তিনি সরে দাঁড়ানোর কথা ঘোষণা করতেই প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেন ভারাদকার।
গতকাল ফাইন গেইল পার্টির নেতা নির্বাচিত হয়েছেন তিনি। আগামী ১৩ জুন দেশটির পার্লামেন্টের অধিবেশন বসবে। ওইদিনই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে। বর্তমান প্রধানমন্ত্রী এন্ডা কেনি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
জানা গেছে, রাজনীতিতে নামার আগে পেশায় একজন চিকিৎসক ছিলেন লিও। আইরিশ নার্স মা এবং ভারতীয় ডাক্তার বাবার ছেলে এই নতুন প্রধানমন্ত্রীর বিজয়ে সংবাদমাধ্যমে বেশি প্রচারিত হচ্ছে কম বয়সে তার ক্ষমতা লাভ, পারিবারিক প্রেক্ষাপট এবং তার সমকামী হওয়ার বিষয়টি।
শুক্রবার সন্ধ্যায় ফাইন গেলের নেতা এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষিত হওয়ার পর লিও প্রতিক্রিয়ায় জানান, তিনি এর মধ্য দিয়ে অত্যন্ত সম্মানিত বোধ করছেন। একই সঙ্গে সামনে থাকা ‘বিশাল চ্যালেঞ্জ’ বিনয়ের সঙ্গে গ্রহণ করছেন বলেও জানান লিও।
‘আমার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে যদি কিছু প্রমাণ হয় তা হলো, পক্ষপাতিত্ব এই প্রজাতন্ত্রের ওপর কোনো প্রভাব রাখে না,’ বলেন লিও ভারাদকার, ‘আমার বাবা যখন নতুন ঘর বাঁধার স্বপ্ন নিয়ে ৫ হাজার মাইল পাড়ি দিয়ে আয়ারল্যান্ড আসেন, আমার মনে হয় তিনি কল্পনাও করেননি তার ছেলে একদিন বড় হয়ে এই দেশেরই নেতা হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন