ইতিহাস গড়ে পাওয়া গাড়ি ফেরত দিচ্ছেন দীপা
রিও অলিম্পিকে ইতিহাস গড়েছিলেন ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার। প্রথম ভারতীয় হিসেবে তিনি অলিম্পিকে ভল্টের চতুর্থ ধাপ উতরে ফাইনালে পৌঁছেছিলেন। এর পুরস্কার হিসেবে একটি বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়ি তাঁকে দিয়েছিলেন হায়দরাবাদ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি ভি চামুন্দেশসরনাথ। তবে বিভিন্ন কারণে গাড়িটি ফেরত দিতে হচ্ছে দীপাকে।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভারতের রাজ্য ত্রিপুরার আগরতলায় যে এলাকায় দীপা থাকেন, সেখানকার রাস্তাগুলো অনেক সরু। সেই রাস্তা দিয়ে বিএমডব্লিউর মতো দামি গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। আর এ গাড়ির রক্ষণাবেক্ষণে যে খরচ হয়, তা মেটানোর সামর্থ্যও দীপার নেই। এ কারণে গাড়িটি ফেরত দিয়ে দাম অনুযায়ী অর্থ পেতে চান দীপা।
দীপার কোচ বি এস নন্দী বলেন, ‘এমনটি করতে হবে, তা দীপার চিন্তায় ছিল না। আমি ও দীপার পরিবারের সদস্যদের মতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত দুটি কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে, বিএমডব্লিউ গাড়ি রক্ষণাবেক্ষণের মতো কোনো প্রতিষ্ঠান আগরতলায় নেই। আর দ্বিতীয়টি হলো, আগরতলার রাস্তাগুলোও এমন দামি গাড়ি চালানোর উপযোগী নয়।’
দীপার কোচ আরো বলেন, ‘আমরা গাড়িটি ফেরতের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তাঁরা জানিয়েছেন, কোনো সমস্যা নেই। গাড়িটির যে দাম আছে, সেই অর্থ দীপার ব্যাংক হিসাবে তাঁরা পাঠিয়ে দেবেন। যে পরিমাণ অর্থই দেওয়া হোক, তাতেই আমরা খুশি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন