ইতোমধ্যে নিরপেক্ষতার প্রমাণ দিয়েছি: সিইসি

দায়িত্ব গ্রহণের পর কয়েকটি উপজেলা ও পৌরসভার নির্বাচনের মাধ্যমে ইতোমধ্যে নিজেদের নিরপেক্ষতার প্রমাণ দিয়েছেন বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নূরুল হুদা। জাতীয় সংসদসহ আগামী নির্বাচনগুলোতেও এভাবে নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবে বলে জানান সিইসি।
সোমবার বিকালে চট্টগ্রামে স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড (এনআইডি) বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন।
গত মাসে দায়িত্ব নেয়া নির্বাচন কমিশন চলতি মাসের ৬ তারিখে ১৪টি উপজেলা ও চারটি পৌরসভার বিভিন্ন পদে ভোটগ্রহণ করেছে। এসব নির্বাচনে বড় কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকেও এই নির্বাচন নিয়ে তেমন কোনো প্রশ্ন কেউ উঠায়নি। যদিও এর আগে সিইসিকে প্রত্যাখ্যান করেছে বিএনপি। তাদের অভিযোগ, তিনি জনতার মঞ্চের অন্যতম সংগঠক ছিলেন। তবে সিইসি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।
সিইসি বলেন, ‘সবার কাছে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা কাজ করে যাচ্ছি।’ আগামী সাধারণ নির্বাচন সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কে এম নূরুল হুদা বলেন, ‘ভোটাররা যাতে কোনো ভয়-ভীতি ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং ভোটদান শেষে নিরাপদে ঘরে ফিরতে পারেন এমন অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য ইসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
সিইসি বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণের পর আমরা অবাধ ও নিরপেক্ষভাবে কয়েকটি নির্বাচন সম্পন্ন করেছি এবং আশা করছি যে, আগামী নির্বাচনগুলোও একইভাবে অনুষ্ঠিত হবে।’
সিইসি জানান, আগামী সাধারণ নির্বাচনের আগে ইসি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সিইসি জানান, প্রয়োজন বোধ করলে ইসি আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করবে।
চট্টগ্রামের ডিসি সামশুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাহাদাত হোসেন চৌধুরী, চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির উদ্দিন, ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, এনআইডি শাখার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম ও উপ-পরিচালক আব্দুল বাতেন বক্তৃতা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন