ইনজুরিতে দেশে ফেরার তাড়া
দুঃস্বপ্নের নিউজিল্যান্ড সফরে টানা হারের সাথে বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সিনিয়র ক্রিকেটারদের ইনজুরি। ভিন্ন ফরম্যাটের দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও মুশফিকুর রহিমের পর ইনজুরির শিকার হন বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস ও আরেক বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক।
বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর এখনও শেষ না হলেও দেশে ফেরার তাড়া অনুভব করছেন দীর্ঘদিন ধরে সফরে থাকা ইনজুরি আক্রান্ত ক্রিকেটাররা। বোলিং প্রান্তে দাঁড়িয়ে বল ধরতে গিয়ে হাতে চিড়ের শিকার হওয়া রঙিন পোশাকের অধিনায়ক মাশরাফি সিডনি হয়ে শুক্রবার ফিরেছেন দেশে। শনিবার রওয়ানা হয়ে দেশে ফিরেছেন দফায় দফায় ইনজুরির শিকার হওয়া টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও মুমিনুল হক। রোববার দেশে ফিরবেন ওপেনার ইমরুল কায়েস।
এর চারজনের মধ্যে ইনজুরি প্রথমে ঘায়েল করে মুশফিককেই। সফরের শুরুতেই রানআউটের হাত থেকে বাঁচতে গিয়ে উল্টো পরবর্তী ৫ ম্যাচ থেকেই ছিটকে যেতে হয় এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। টেস্ট সিরিজে দলের নেতৃত্বের ভার নিয়ে ফিরলেও প্রথম ইনিংসে অসাধারণ দেড়শ ছাড়ানো ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে কিউই বোলার ওয়াগনারের বাউন্সারে মারাত্মকভাবে আঘাত পান মুশফিক, ফলে আবারো ছিটকে যেতে হয় মাঠের বাইরে। অপরদিকে শেষ টি২০-তে নিজের বলেই নিজে ফিল্ডিং করার সময় ডানহাতের আঙুলে ব্যথা পান রঙিন পোশাকে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি। পরে জানা যায়, আঙুলে চিড় ধরা পড়েছে নড়াইল এক্সপ্রেসের। ইনজুরি সারাতে নিউজিল্যান্ড থেকেই সিডনিতে উড়াল দেয় তিনি।
ইনজুরির তালিকায় তৃতীয় ও চতুর্থ নাম যথাক্রমে ইমরুল কায়েস ও মুমিনুল হক। ওয়েলিংটন টেস্টে বাউন্সি উইকেটে কিউই বোলারদের তোপের মুখে ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়তে হয় ইমরুলকে। দ্বিতীয় টেস্ট শুরুর আগে জানা যায়, ইনজুরির কারণে ক্রাইস্টচার্চ টেস্টের দলে থাকছেন না স্পেশালিষ্ট ব্যাটসম্যান মুমিনুল হকও।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন