ইনজুরিতে পেরেরা, থাকছেন না প্রথম দুই ম্যাচে

ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে আগে থেকেই ছিলেন না শ্রীলঙ্কার ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিন ম্যাচের এই সিরিজ শুরুর একেবারে শেষমুহূর্তে দল থেকে ছিটকে গেছেন লঙ্কান উইকেটরক্ষক কুশল পেরেরাও। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে যে তিনি খেলতে পারবেন না, তা নিশ্চিত করেছেন ম্যানেজার আসাঙ্কা গুরুসিংহে। তবে তৃতীয় ওয়ানডেতে আবার মাঠে ফিরতে পারেন পেরেরা।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়েই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন শ্রীলঙ্কার এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। বাম ঊরুর এই চোট অবশ্য খুব বেশি গুরুতর না। কিন্তু শেষমুহূর্তের এই চোটের কারণে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে দর্শক হয়েই থাকতে হবে পেরেরাকে। আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া প্রথম ওয়ানডে খেলার জন্য শ্রীলঙ্কা দল ডাম্বুলাতে চলে গেলেও পেরেরা থেকে গেছেন কলম্বোতেই। আগামী ১ এপ্রিল ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের আগে হয়তো আবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
ইনজুরিটা কুশল পেরেরার জন্য দুর্ভাগ্যজনকই বলতে হবে। গত বছরের আগস্ট থেকে রানখরায় ভুগছিলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। ভালো নৈপুণ্য দেখাতে পারেননি অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে। তারপর বাদই পড়েছিলেন দল থেকে। তবে চলতি মাসে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে টানা তিনটি অর্ধশতকের ইনিংস খেলে আবার ডাক পেয়েছিলেন দলে। তবে ইনজুরির কারণে আবারও হতাশ হতে হলো পেরেরাকে। বাংলাদেশের বিপক্ষে তাঁর বদলি হিসেবে উইকেটের পেছনে কাকে দেখা যাবে, তা এখনো নিশ্চিত করেননি শ্রীলঙ্কার নির্বাচকরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন