ইনজুরিতে পড়েছেন টেইলর, তাকে নিয়ে শঙ্কা

তিনি রস টেইলর। ডান কাফের ইনজুরিতে পড়েছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান। ডানেডিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় ইনজুরিতে পড়েন তিনি। ফলে সিরিজের বাকী সময়ে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
নিউজিল্যান্ড ক্রিকেট দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সিরিজের শেষ দুই টেস্টে টেইলরের না খেলার সম্ভাবনাই অনেক বেশি। তারপরও তাকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করবেন দলের ফিজিওরা। ইনজুরিতে পড়ে অস্বিস্তবোধ করছেন টেইলর নিজেও, আমি বলবো না আমার অবস্থা সামান্য হলেও ভালো।নড়াচড়া করলেই আমার সমস্যা হচ্ছে অনেক। চিকিৎসক বলেছে, সুস্থ হতে দু’তিন সপ্তাহ লাগতে পারে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৪৩তম ওভারের পঞ্চম বলে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন টেইলর। তখন তার নামের পাশে ছিলো ৮ রান।
এরপর ১১৩তম ওভারে দলের শেষ ব্যাটসম্যান হিসেবে আবারো ব্যাটিং-এ নামেন টেইলর। কিন্তু স্বাভাবিকভাবে খেলতে পারছিলেন না তিনি। শেষ পর্যন্ত শেষ ব্যাটসম্যান হিসেবে নিউজিল্যান্ডের নিল ওয়াগনার আউট হলে ১৫ রানেই অপরাজিত থেকে যান টেইলর। ক্রিকইনফো।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন