ইনজুরির কারণে অনুশীলন করেননি মিশু-রেজা
চোটের থাবা লেগেই আছে জাতীয় ফুটবল দলে। ডিফেন্ডার আতিকুর রহমান মিশু ও রেজাউল করিম রেজা এবার চোটের কারণে তাজিকিস্তান সফর নিয়ে রয়েছেন শঙ্কায়। চোট নিয়েই শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলেছেন এ দুজন। যে কারণে জাতীয় দলের সঙ্গে এখন অনুশীলন করতে পারছেন না এই দুই ফুটবলার।
রবিবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) টার্ফে অনুশীলন চলাকালে মাঠের একপ্রান্তে বসে সতীর্থদের অনুশীলন দেখা ছাড়া কিছু করতে পারেননি মিশু। আর রেজা মাঠেই অনুপস্থিত ছিলেন। তবে চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীতে খেলা বাকি দুই ফুটবলার মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন ক্যাম্পে যোগ দিয়েছেন। তাই তাজিকিস্তান সফরের জন্য ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দলের ২৮ জনকে নিয়ে রবিবার অনুশীলন পর্ব চালিয়েছেন কোচ ফ্যাবিও লোপেজ।
রেজার ইনজুরি খুব মারাত্মক নাও হলে মাসল পুল করায় তাজিকিস্তান ম্যাচে মিশুর খেলা নিয়ে সংশয় সন্দেহ রয়েছে। মিশু বলেছেন, ‘ইনজুরি লুকিয়ে তো মাঠে খেলা ঠিক না। এটা নৈতিকতারও বিষয়। আমরা জাতীয় দলের প্রতিনিধিত্ব করি। দেশের প্রতি একটা কমিটমেন্ট তো আছে। তাই সময়মতো ইনজুরি কাটিয়ে ওঠতে না পারলে, তাজিকিস্তান যাওয়া নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন