‘ইনজুরির পরেও মেসির যত্ন নিচ্ছে না বার্সেলোনা’
ইনজুরির কারণে ভালোই ভুগতে হচ্ছে লিওনেল মেসিকে। সেপ্টেম্বরের শুরুতে আর্জেন্টিনার হয়ে খেলতে পারেননি বিশ্বকাপ বাছাইপর্বের একটি ম্যাচ। মেসিকে ছাড়া আর্জেন্টিনাও জয় পায়নি ভেনেজেুয়েলার বিপক্ষে। মাঠ ছেড়েছিল ২-২ গোলের ড্র নিয়ে। সেই ধাক্কা কাটিয়ে উঠতে-না-উঠতেই আবার নতুন করে ইনজুরিতে পড়েছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। এবার অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মেসিকে। দলের সেরা খেলোয়াড়ের এই চোটের খবরে চিন্তায় পড়ে গেছেন আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউজা। মেসির ইনজুরির প্রতি নজর না দেওয়ার অভিযোগ এনেছেন বার্সেলোনার বিরুদ্ধে।
গত বুধবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন মেসি। এ জন্য তাঁকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানানো হয়েছে বার্সেলোনার পক্ষ থেকে। ফলে অক্টোবরের শুরুতে পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। ব্যাপারটি মেনে নিতে পারছেন না কোচ বাউজা। বার্সেলোনা মেসির যত্ন নিচ্ছে না বলে মন্তব্য করেছেন তিনি, ‘বার্সেলোনা সব সময় আমাদের বলে যে মেসির যত্ন নিতে হবে। কিন্তু তারাই সেটা করছে না। মেসিকে তারা তাদের সব ম্যাচেই খেলাচ্ছে। এটা খুবই আশ্চর্যজনক।’
সেপ্টেম্বরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে একটি গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দিয়েছিলেন মেসি। কিন্তু ইনজুরির কারণে খেলতে পারেননি ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি। সেখান থেকে বার্সেলোনায় ফেরার পর ১২ দিনের মধ্যে মেসি খেলেছেন টানা চারটি ম্যাচ। ইনজুরি আশঙ্কা সত্ত্বেও মেসিকে কেন এতগুলো ম্যাচ খেলানো হলো, তা ভেবে পাচ্ছেন না আর্জেন্টিনার কোচ বাউজা। সাম্প্রতিক এই ইনজুরির পর মেসির সঙ্গে কথা বলার কোনো সুযোগ পাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন তিনি, ‘আমরা বার্সেলোনার কাছ থেকে আনুষ্ঠানিক একটা রিপোর্ট পেয়েছি। কিন্তু তিন সপ্তাহের মধ্যে কীভাবে এই ইনজুরি থেকে সেরে ওঠা সম্ভব, তা ভেবে আমরা অবাক হয়ে যাচ্ছি। আমরা এখনো মেসির সঙ্গে কথাও বলতে পারিনি। কিন্তু ইনজুরিটা সত্যিই কতটা গুরুতর, সেটা আমরা জানতে চাই।’
মেসির এই ইনজুরির কারণে বার্সেলোনাকেও পড়তে হবে বিপাকে। মেসিকে ছাড়াই আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলতে হবে জার্মানির ক্লাব বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে। তার আগে আগামী রোববার লা লিগার ম্যাচে স্পোর্টিং গিজনের মুখোমুখি হবে বার্সেলোনা। সেল্তা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচেও মাঠে নামতে পারবেন না মেসি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন