ইনজুরি কাটিয়ে ফিরছেন যুবরাজ

আইপিএলের চলমান আসরে খুব শিগগিরই ফিরছেন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং স্টার যুবরাজ সিং। আগামী ৬ মে গুজরাট লায়ন্সের বিপক্ষে ম্যাচ দিয়েই মুস্তাফিজদের সঙ্গে মাঠে নামবেন বলে জানিয়েছেন যুবরাজ।
সদ্য সমাপ্ত টি-টুয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে পায়ের গোড়ালির ইনজুরিতে পড়েন তিনি। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ মিস করেন তিনি। এমনকি এখন পর্যন্ত আইপিএলের কোনো ম্যাচ খেলা হয়নি তার।
বৃহস্পতিবার যুবরাজ জানিয়েছেন খুব শিগগিরই মাঠে ফিরছেন তিনি, ‘আশা করছি আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই মাঠে ফিরব। একই সাথে আগামী ৬ মে গুজরাট লায়ন্সের হয়ে আমাকে মাঠে দেখা যাবে। সে লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করছি। যদিও সে ম্যাচের মধ্যদিয়ে মাঠে নামতে অপেক্ষায় আছি, তারপরও বলবো আমার মূল টার্গেট হায়দরাবাদের শেষ ছয়টি ম্যাচ।’
এদিকে সানরাইজার্স হায়দরাবাদ এখন পর্যন্ত তিন ম্যাচের মাত্র একটিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে রয়েছে। তবুও দলকে নিয়ে আশাবাদী যুবরাজ সিং।
এ ব্যাপারে যুবরাজ বলেন, ‘সানরাইজার্স এ পর্যন্ত তিনটি ম্যাচের একটিতে জয়লাভ করেছে। তবুও আমি আশাবাদী হায়দরাবাদকে নিয়ে। শিরোপা জয়ের দৌড়ে আমরা এখনো ৫০-৫০ । সাত ম্যাচ শেষে মোটামুটি বলা যায় কোন দল শিরোপা জেতার ক্ষেত্রে এগিয়ে রয়েছে। আমাদের পেসার আশিষ নেহেরা ইনজুরিতে ছিটকে পড়েছেন। আমিও দলে নেই। সুতরাং আমরা দু’জন দলে ফিরলে হায়দরাবাদের বোলিং ডিপার্টমেন্ট আরও শক্তিশালী হবে। আমি চেষ্টা করব ব্যাটিংয়ের পাশাপাশি দলকে বল হাতে ভালো কিছু দেবার।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন