ইনডিপেন্ডেন্টে টেলিভিশন সাক্ষাৎকারে সাকিব যা বললেন অবশেষে !

অপু বিশ্বাসের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন শাকিব খান। তিনি বলেছেন, কোনো একটি পক্ষ তাকে ব্যবহার করেছে। মঙ্গলবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেন্ডেন্টে সরাসরি সাক্ষাৎকারে এসব কথা বলেন শাকিব খান।
আবরাহাম খান জয়কে নিজের ছেলে ঘোষণা দিয়ে ঢাকাই সিনেমার নায়ক বলেন, ছেলে মাশা আল্লাহ অনেক সুন্দর হয়েছে।
তিনি বলেন, ‘আমি অপু কিংবা ছেলেকে অস্বীকার করছি না। তবে আমি এভাবে ছেলের পরিচয় দিতে চাইনি। ছেলেকে এভাবে টেলিভিশনে অসহায়ের মতো বসে থাকতে দেখতে চাইনি। আমি চেয়েছিলাম ছেলে আমার মতো করে পরিচয় করে দেব। কিন্তু সেভাবে হয়নি।’
তিনি এর মধ্যে তৃতীয় পক্ষের ইন্ধনের ইঙ্গিত দিয়ে বলেন, একটা সিনেমাকে কেন্দ্র করে গতকালের ঘটনাটা ঘটেছে।
শাকিব বলেন, অপু এখনই সিনেমা করতে চেয়েছিল। আমি তাকে বলেছিলাম তোমার ওয়েট কমাও। এখন তুমি অফ থাক। কিন্তু সে অফ হয়নি। অপু একটা ট্র্যাপে পড়ে এ কাজটা করেছে।’
এর আগে গতকাল অন্য একটি টেলিভিশন চ্যানেলে অপু বিশ্বাস ছেলে ও তার স্বীকৃতির দাবিতে কথা বলেন। এ সময় ছেলে আবরাহাম জয় তার সঙ্গে ছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন