ইনশাল্লাহ, বোলিং করে আবার সবার মুখে হাসি ফোটাবো: তাসকিন
অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞায় রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের উদীয়মান পেসার তাসকিন আহমেদ। এবারের টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রশ্নবিদ্ধ হয়ে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরে আসতে হয়েছে তাকে। তবে খুব দ্রুত যাতে ফিরতে পারেন সে জন্য সহসাই নিজের বোলিং অ্যাকশন পরিবর্তন করে আবার পরীক্ষা দিতে যাবেন তাসকিন
আহমেদ। এ জন্য কাজও শুরু করে দিয়েছেন তিনি।
নিজের বিষয় গুলো নিয়ে দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেয়ার সময় তাসকিন বলেন, ‘এখন আমি শুধু অনুশীলন ও ডিপিএল নিয়ে ভাবছি। পরীক্ষার সময় হলেই বিসিবি আমাকে জানাবে। আর আমার বিশ্বাস পরীক্ষা দিলে ইনশাল্লাহ ভালো কিছুই হবে।’
বিসিবির পেস বোলিং বিশেষজ্ঞ মাহবুবুল আলমও তাসকিনকে নিয়ে শোনালেন আশার বাণী। বললেন, খুব দ্রুতই পরীক্ষা দিতে যেতে পারবেন তাসকিন।
আর যাই হোক আইসিসি কতৃক তাসকিনকে অবৈধ ঘোষণা করলেও ক্রিকেট পাড়ার বেশির ভাগ মানুষই ছিলেন তার পক্ষে। এ বিষয়ে তাসকিন বলেন,‘সবাইকে অনেক ধন্যবাদ। খারাপ সময়ে পাশে থাকার জন্য। ইনশাল্লাহ সবার মুখে আবার বোলিং করে হাসি ফোটাবো। সবাই আমার জন্য দোয়া করবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন