‘ইনশাল্লাহ, সাকিব আরও অনেক বছর থাকবে’
দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেটে ১০টি বছর পার করে ফেললেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অভিষেকের পর থেকেই ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে সমানভাবে পারফরম্যান্স করে চলেছেন তিনি। ২০০৬ সালের ঠিক আজকের এই দিনে একদিনের ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সাকিবের, জিম্বাবুয়ের বিপক্ষে। এর পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
অভিষেকের খুব অল্পসময়ের মধ্যেই জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেন সাকিব। দশ বছর পরও তিনি জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়েই আছেন। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ এই পথ পাড়ি দিতে গিয়ে অনেক পালক জমা হয়েছে তার প্রাপ্তির ঝুলিতে।
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের এই দশক পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম ফেসবুকে লিখেছেন, দলের সদস্য এবং একজন বন্ধু। সমগ্র জাতির জন্য অনুপ্রেরণা। চমৎকার এক দশকের অভিবাদন সাকিব আল হাসান। ইনশাল্লাহ, আরো অনেক বছর থাকবে।
সাকিব কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) খেলে দেশে ফিরে বেশ কিছু দিন বিশ্রাম নিয়ে এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ(সিপিএল) খেলছেন। সিপিএলে তিনি খেলছেন জ্যামাইকা তালাওয়াহসের হয়ে। জ্যামাইকার প্রায় প্রতিটি ম্যাচের জয়ের অবদান রাখছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন