ইনিংস বড় করতে না পারায় হতাশ মাহমুদুল্লাহ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন পর্যন্ত ম্যাচের সর্বোচ্চ রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে তার ইনিংসটি আরও বড় করতে না পারায় হতাশ তিনি।
গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে ব্যাটিং অর্ডারের চারে উঠে আসেন তিনি। সেই থেকে নিয়মিতই রানে আছেন তিনি। তবে চোটের কারণে ভারতের বিপক্ষে খেলতে না পারা মাহমুদুল্লাহ প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছেন ৬৭ রান। তবে তার ইনিংসগুলোকে তিন অঙ্কে নিতে পারছেন না। ২০১০ সালে হ্যামিল্টনের শতকটিই তার ক্যারিয়ারের একমাত্র টেস্ট শতক।
চট্টগ্রামেও সুযোগ এসেছিল। মাহমুদউল্লাহ খেলছিলেনও দারুণ। কিন্তু ভার্নন ফিল্যান্ডারের ভেতরে ঢোকা বল ফ্লিক করতে গিয়ে হলেন এলবিডব্লিউ। আউট হওয়ার মিনিট দুয়েক পরই বৃষ্টিতে বন্ধ হয় খেলা। ইনিংস বড় করতে না পারা, অমন সময় আউট, সব মিলিয়েই নিজের ওপর হতাশ এই মিডলঅর্ডারের ব্যাটসম্যান।
আউট হওয়ার পর তার চেহারা আর প্রতিক্রিয়াতেই ফুটে উঠছিলো হতাশাটা। দিনশেষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনেও ছিল তার ছাপ।
মাহমুদউল্লাহ বলেন, ‘একটু তো বটেই…সত্যি বলতে ভালোই হতাশ ছিলাম। উইকেটে থাকতে চাইছিলাম, বুঝতে পারছিলাম, যখন-তখন বৃষ্টিও নামতে পারে। চাইছিলাম যেন নট আউট থেকে তৃতীয় দিন শুরু করি।’
যেভাবে ব্যাটিং করছিলেন, সেটাও বাড়িয়ে দিয়েছে তার আউটের হতাশা। ‘ব্যাটিংয়ের সময় খুব ভালো অনুভব করছিলাম। শুরুতে খেলা একটু কঠিন ছিল। কিন্তু যতই সময় যাচ্ছিলো, ভালো ছন্দ পাচ্ছিলাম। ভাবছিলাম বড় ইনিংস খেলার একটা সুযোগ আজকে, কিন্তু হলো না।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন