ইনি পৃথিবী ঘুরেছেন বিনিপয়সায়। পুঁজি?
নাম, মনিকা লিন। বয়স, ২৫। এর মধ্যেই ইনি দুবাইয়ে ক্যামেল ট্রেকিং থেকে শুরু করে হংকং-এ শপিং সেরে ফেলেছেন। কিন্তু এর জন্য কানাকড়িও তিনি খরচ করেননি। মনিকাকে টাকাও জমাতে হয় না।
মনিকা স্রেফ অনলাইনে পুরুষ বন্ধু জোগাড় করেন। বলছেন, ‘‘ন’টা-পাঁচটা চাকরি করলে এই সব দেশ ঘুরতে দশ বছরের বেশি সময় লেগে যেত। অত অপেক্ষা করার সময় নেই।’’
অতঃপর?
বিকল্প এবং অভিনব পন্থা নেওয়া। বিভিন্ন দেশে একের পরে এক পুরুষ বন্ধু জোগাড় করা। একটি ওয়েবসাইটের মাধ্যমে মনিকা নিত্যনতুন বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন। সেই সব ‘বন্ধু’ বিত্তবান এবং বেড়াতে যাওয়ার জন্য তাঁরা নারীসঙ্গকে আবশ্যক বলে মনে করেন। মনিকার পুরো খরচ (মায় শপিং-ও) তাঁরাই বহন করেন। পরিবর্তে মনিকাকে দিতে হয় তাঁর শরীর।
মনিকা বলছেন, ‘‘প্রথমে ভেবেছিলাম, ঠিক করছি তো? একটা দ্বিধা ছিলই। তার পরে একদিন শুরু করেই দিলাম।’’ আমেরিকার বাসিন্দা যুবতীর সাফ কথা, ‘‘এইভাবে বেড়ানোর আগে কোনওদিন আমেরিকার বাইরে পা রাখিনি। এখন পাসপোর্ট ভরে এসেছে। পুরো দুনিয়াটাই আমার সামনে উন্মুক্ত।’’
শুরুটা হয়েছিল বার্বেডস দিয়ে। একটি বহুজাতিক সংস্থার ৩১ বছর বয়সি ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে এক সপ্তাহের জন্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কাটিয়েছিলেন।
সেক্স কি আবশ্যিক শর্ত? মনিকা বলছেন, ‘‘না। সেক্সের কথা প্রথমে বলা হয় না। কিন্তু দু’জন নারী-পুরুষ বেড়াতে যাবেন একসঙ্গে, এক বিছানায় শোবেন আর যৌনতা থাকবে না, এটা হয়?’’
এমন লোকও আছেন যিনি মনিকার সঙ্গে একবার বেড়াতে যাওয়ার পরে তাঁর ফ্যান হয়ে গিয়েছেন। যেখানেই বে়ড়াতে যান, মনিকাকে চাই-ই।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন