ইনুকে কারাগারে পাঠান
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে মন্ত্রী সভা থেকে বাদ দিয়ে কারাগারে পাঠানোর জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, আমি জাসদের বিচার চাই না, গণবাহিনীর বিচার চাই।
আজ বৃহস্পতিবর দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল’র (জেএসডি) এক গোলটেবিল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
কাদের সিদ্দিকী বলেন, ‘ইনুর নেতৃত্বে স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে নৈরাজ্যের সৃষ্টি হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার প্রেক্ষাপট রচনা হয়েছিল। যে কারণে স্বাধীনতা বিরোধীদের যদি প্রকৃত বিচার করতে চান তাহলে অবিলম্বে ইনুকে মন্ত্রী সভা থেকে বাদ দিয়ে কারাগারে পাঠান।’
সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বাঙালি জাতিকে বেঈমানের জাতি বলে বক্তব্য দিয়েছেন তার তীব্র সমালোচনা করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘কি করে আপনি সমগ্র জাতিকে বেঈমানেত জাতি বলেন! দু-এক জন বেঈমানের জন্য দায় সমগ্র জাতির নয়। আপনি যদি এটা ভুল করে বলে থাকেন, তাহলে জাতির কাছে ভুল স্বীকার করেন।’
এদিকে গুলশান হত্যাকান্ডের ঘটনায় নিহত ওসি সালাউদ্দিনের সেখানে অবস্থা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “ঐ সময় বনানী থানার ওসি সেখানে (গুলশানে) কেন গিয়েছিল? ঐ জন্যে তার বিচার হওয়া উচিত। তার কর্মকান্ড নিয়ে আওয়ামী লীগের অনেক নেতাই অসন্তুষ্টি জানিয়েছে। অনেকেই বলেছে ওসি সালাউদ্দিন ‘নিজেই এমপি, নিজেই মন্ত্রী’ কাউকেই পরোয়া করতো না সে। কত মানুষকে যে পায়ে গুলি করে পঙ্গু করেছে, আবার হত্যা করেছে তার হিসেব আছে?
অপরদিকে জঙ্গিবাদের সাথে ইসলামকে জড়ানো একটি গোষ্ঠী ও রাষ্ট্রে ষড়যন্ত্র এবং জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই উল্লেখ করে তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মসজিদ গুলোতে ইসলামি ফাউন্ডেশন যে খুতবা পাঠিয়েছে, এটা চলতে থাকলে সরকারও দেশ কোনটাই থাকবে না।’
সভায় এ সময় উপস্থিত ছিলেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন