ইন্টারনেটের মূল্য আরও কমানোর আশ্বাস
উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে ইন্টারনেটের মূল্য কম জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, গ্রাহকদের কথা বিবেচনায় নিয়ে ইন্টারনেটের মূল্য আরও কমানোর চিন্তা রয়েছে।
রোববার (৭ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারানা হালিম কম মূল্যে মানুষের হাতে আধুনিক প্রযুক্তির মানসম্পন্ন স্মার্টফোন ও উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে চাওয়ার কথা জানালে ফেসবুক ব্যবহারকারী অনেকেই কম মূল্যে ইন্টারনেট পাওয়ার দাবি জানান।
তন্ময় আহমেদ নামের একজন, লেখেন ‘মাননীয় প্রতীমন্ত্রী, কম মূল্যে ইন্টারনেট চাই।’ এর উত্তরে তারানা হালিম লেখেন, ‘আমাদের বিটিসিএলের ও অন্যান্য আইএসপিদের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা অনেক কম মূল্যের। পাশাপাশি বিশ্বের অনেক উন্নত দেশগুলোর তুলনায় আমাদের মোবাইল ইন্টারনেটের মূল্য অনেক কম।’
‘তবুও গ্রাহকদের কথা চিন্তা করে আমরা এটি আরও কমানোর চিন্তা করছি’, লেখেন তারানা হালিম। এ ছাড়া ইন্টারনেটের মান উন্নয়নেরও আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
ওই স্ট্যাটাসে তারানা জানিয়েছেন, বাংলাদেশে একটি মোবাইল কারখানা স্থাপন করে স্বল্প মূল্যের স্মার্টফোন তৈরির জন্য দেশি-বিদেশি বিভিন্ন হ্যান্ডসেট প্রস্তুতকারক কোম্পানির সঙ্গে কথাও বলেছেন তিনি। একটি প্রকল্পের আওতায় গরিব মানুষের হাতে হাতে কিস্তিতে দ্রুত স্মার্টফোন পৌঁছে দেয়ারও পরিকল্পনা আছে তার।
তারানা লেখেন, ‘গরিব ও আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তিদের হাতে স্মার্টফোন পৌঁছে দেয়ার জন্য আমরা কিস্তিতে স্মার্টফোন দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং আশা করছি খুব শিগগিরই শুরু করতে পারব। পাশাপাশি আমাদের দেশীয় কোম্পানি টেলিটকের মাধ্যমে স্মার্টফোন ও থ্রিজি সেবা একসঙ্গে দেবার সেবাও শিগগিরই চালু করব।’
‘কম মূল্যে সকলের জন্য স্মার্টফোন’ এই প্রকল্প বাস্তবায়নে ফেসবুক পেজে সবার পরামর্শ ও মতামত চান প্রতিমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন