ইন্ডিপেন্ডেন্স কাপে ভারত-পাকিস্তান
২০১৮ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে চার জাতির টুর্নামেন্ট ইন্ডিপেন্ডেন্স কাপ। স্বাগতিক শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ভারত ও পাকিস্তান এ টুর্নামেন্টে অংশগ্রহন করবে বলে নিশ্চিত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি থিলাঙ্গা সুমতিপালা।
স্বাধীনতার ৭০ বছর উদযাপনের জন্য এ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে শ্রীলঙ্কা। সুমতিপালা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী নারিল বিক্রমাসিংহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে এ নিয়ে আলোচনা করেছেন। ভারতও এ টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি।
টুর্নামেন্টের সময়সূচি নিয়ে তিনি বলেন, “যখন ইন্ডিপেন্ডেন্স কাপের সময়সূচি নির্ধারণ করা হবে তখন ভারত দক্ষিন আফ্রিকা সফরে যাবে। তাই দুবাইয়ে পরবর্তী আইসিসি সভাতে ইন্ডিপেন্ডেন্স কাপ নিয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকার সাথে আলোচনা করবো। এরপর আমরা প্রত্যেকের সাথেই আলোচনা করবো ও সমন্বয় তৈরি করবো।”
শীঘ্রই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড শীঘ্রই টুর্নামেন্টের সময় সূচি ও ভেন্যু নির্ধারণ করবে ও প্রকাশ করবে।
ভারতের স্বাধীনতা উদযাপনেও যোগ দিতে পারে শ্রীলঙ্কা। ভারতে সংক্ষিপ্ত এক সফরে যেতে পারে অ্যাঞ্জেলো ম্যাথিউসরা। তবে জুলাই-অগাস্টে ভারতের শ্রীলঙ্কা সফর ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। ভিরাট কোহলির দল এক পূর্ণাঙ্গ সফর করবে সেখানে। তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-২০ থাকবে। তবে এখনো এ সফরের দিনক্ষণ জানা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন