ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজেউন: বিশ্ব ইজতেমায় আরও তিন মুসল্লির মৃত্যু
টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে এবারের ইজতেমায় গত দুই দিনে মোট পাঁচজনের মৃত্যু হলো।
মৃতরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার জানু ফকির, ময়মনসিংহের নান্দাইল উপজেলার ফজলুল হক ও সাতক্ষীরার আব্দুস সাত্তার। এর আগে মানিকগঞ্জের সাহেব আলী এবং কক্সবাজারের হোসেন আলী মারা যায়। বার্ধক্যজনিত ও অসুস্থতার কারণ তাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান।
বিশ্ব ইজতেমার শীর্ষ মুরুব্বি গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই তিন মুসল্লি বিশ্ব ইজতেমা ময়দানে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। গতকালই নিহতদের মরদেহ তাদের গ্রামের বাড়ির উদ্দেশে পাঠানো হয়েছে।
টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক মামুন অর রশিদ জানান, গতকাল বিকালে আব্দুস সাত্তার ও সন্ধ্যায় পর জানু ফকিরকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল।
শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে বিদেশি মেহমানসহ কয়েক লাখ মুসল্লি টঙ্গীর তুরাগ তীরের বিশাল শামিয়ানার নিচে আশ্রয় নিয়েছেন।
দুই ভাগে বিভক্ত এবারের ইজতেমার প্রথম পর্বে ১৭ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন