ইফতার খেয়ে তাবলিগের ১৩ জন অসুস্থ
সিরাজগঞ্জে ইফতারি খাওয়ার পর তাবলিগ জামাতের ১৩ জন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা এখন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার একডালা প্রজেক্ট মসজিদে ইফতারি খাওয়ার পরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
অসুস্থদের মধ্যে ১২ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন মো. ফিরোজ, রবিউল, ফয়সাল, ফরহাদ হোসেন, আরাফাত, রেজাউল, মো. গোলাম রব্বানী, হাসান, নাজমুল, জুয়েল, মো. তোফায়েল ও মো. মহিউদ্দিন।
তাবলিগ জামাতের সদস্য মাওলানা শহিদুল ইসলাম জানান, অসুস্থ এ ১৩ জন তাবলিগ জামাতের সদস্য ৪০ দিনের চিল্লায় কুমিল্লা জেলা থেকে গত এক মাস আগে সিরাজগঞ্জে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতার খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁদের রাত ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক রোকন উদ্দিন জানান, খাদ্যে বিষক্রিয়ায় তাঁরা অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতাল থেকেই তাঁদের ওষুধ সরবরাহ করা হচ্ছে। বর্তমানে তাঁরা আশঙ্কামুক্ত। তবে সুস্থ হতে কিছুটা সময় লাগবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুরে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকা জুয়াবিস্তারিত পড়ুন
পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে একবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বাউল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলারবিস্তারিত পড়ুন