ইবিতে ছাত্রলীগের সংঘর্ষ, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিকেল ৫টার মধ্যে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্দেশ জারি করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন অনিয়মের অভিযোগে উপাচার্য ড. আবদুল হাকিম সরকারের অপসারণের দাবিতে দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন ও ছাত্রলীগ নেতা হালিমের নেতৃত্বে ছাত্রলীগের একাংশ ক্যাম্পাসে মিছিল বের করে। মিছিলটি ছাত্রলীগের একটি তাঁবু অতিক্রম করার সময় বর্তমান কমিটির সভাপতি সাইফুলের বিরুদ্ধে স্লোগান দেয়। ওই সময় সেখানে বসে থাকা সাইফুল গ্রুপের কর্মী- সমর্থকরা মিছিলের ওপর হামলা করে। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনজন আহত হন।
এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুটি ফাঁকা গুলি ছোড়ে। পরে ছাত্রলীগের দুই পক্ষই ছত্রভঙ্গ হয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এখনো উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবদুল হাকিম সরকার বলেন,
সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিক্ষার্থীদের বিকেল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকা-খুলনা রেল আংশিক চালু হয়েছে সুদীর্ঘ্য ১২ ঘণ্টা পর !
অবশেষে প্রায় ১২ ঘন্টা পর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেন লাইনচ্যুত হওয়ারবিস্তারিত পড়ুন
১৫ হাজার কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিজলাবট এলাকায় গড়াই নদের চরে কলাগাছ লাগিয়েছিলবিস্তারিত পড়ুন
কুষ্টিয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু
বজ্রপাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খোলা মাঠে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন