ইভটিজিংয়ের শিকার হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করলেন শিক্ষিকা
শিলিগুড়ির শক্তিগড় গার্লস হাইস্কুলের শিক্ষিকা ছিলেন তিনি। নাম রীতা সরকার, বয়স ৩২ বছর। বেশ কয়েক বছর ধরেই ওই স্কুলে শিক্ষকতা করছিলেন তিনি। হঠাতই গতকাল, শনিবার, বিকেলে গলায় ফাঁস লাগিয়ে নিজের ঘরেই আত্মহত্যা করেন রীতাদেবী।
বিকেলের দিকে রীতাদেবীর মা পুজোয় ব্যস্ত থাকাকালীনই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ঘরের সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন শিক্ষিকা। পরে তাঁকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়ায় শক্তিগড় এলাকায়। কিন্তু কেন তিনি এমন করলেন?
রীতাদেবীর ঘর থেকে, তাঁরই লেখা কয়েক পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেখান থেকেই জানা গিয়েছে যে, পাড়ার কয়েক জন যুবক প্রতিনিয়ত ওই অবিবাহিতা শিক্ষিকাকে উত্যক্ত করত। এবং সে কারণেই তিনি এমন মর্মান্তিক পথ বেছে নেন। সুইসাইড নোটে সেই যুবকদের নামও লেখা ছিল বলে জানিয়েছেন রীতাদেবীর পরিবারের সদস্যরা।
ইতিমধ্যেই গোটা ঘটনা এনজেপি থানায় জানানো হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন