ইভটিজিং কেন্দ্রিক দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ৪
ইভটিজিংকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুদু মিয়া (৩৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। সিলেট জেলার কানাইঘাট উপজেলার পল্লীতে এই ঘটনায় আরও অন্তত ২০-২৫ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর ২টায় উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কুউরগড়ি গ্রামের এ ঘটনা ঘটে। নিহত দুদু মিয়া ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বলে জানা গেছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার জুমার নামাজের পর কুউরগড়ি গ্রামের ইউপি সদস্য দুদু মিয়া ও একই গ্রামের রকিব আলীর মধ্যে ইভটিজিংকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে ইউপি সদস্য দুদু মিয়া প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে কানাইঘাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে এবং আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন
সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন
সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন