ইমরানকে নাকানি চুবানি খাওয়াচ্ছে তাপসী
তাপসী অভিনীত ‘পিঙ্ক’ মুক্তি পায় শুক্রবার। কোর্টরুম ড্রামাটিতে তার সঙ্গে আরো আছেন অমিতাভ বচ্চন। সিনেমাটি প্রথমদিনে প্রত্যাশা অনুযায়ী ভাল করতে পারেনি। কিন্তু শনিবার একলাফে প্রায় দ্বিগুণ টাকা পুরেছে পকেটে। সে ধারা অব্যাহত থাকে রবিবারেও।
ভিন্নধর্মী গল্পের ‘পিঙ্ক’ প্রথমদিন আয় করে ৪.৩২ কোটি রুপি। দ্বিতীয় ও তৃতীয়দিনের আয় যথাক্রমে ৭.৬৫ কোটি ও ৯.৫৪ কোটি রুপি। সবমিলিয়ে তিনদিনে ২৩ কোটি রুপি বাজেটের সিনেমাটি তুলে নিয়েছে ২১.৫১ কোটি রুপি।
সিনেমার বাণিজ্য বিশেষজ্ঞদের ধারণা, মূলত গল্পের কারণে ‘পিঙ্ক’-এর নাম দর্শকের মুখে মুখে ছড়িয়ে গেছে। যার সুফল দেখতে যাচ্ছেন নির্মাতা। একই গতিতে আয় করলে সিনেমাটি অচিরেই হিটের মর্যাদা লাভ করবে। আর উদাহরণ হয়ে থাকবে গতানুগতিক ধারার বাইরে নির্মিত অন্য বলিউড সিনেমার জন্য।
অন্যদিকে, একইদিনে মুক্তি পাওয়া ইমরান হাশমি অভিনীত ‘রাজ রিবুট’ ততটা ভাল করতে পারেনি। প্রথম তিনদিনে ১৮.৯ কোটি রুপিতে সন্তুষ্ট থাকতে হচ্ছে। ‘পিঙ্ক’ পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। আরো অভিনয় করেছেন কীর্তি কুলকার্নি, অঙ্গাদ বেদি ও ধৃতিমান চ্যাটার্জি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন