ইমরান খানকে ছাড়ার কারণ বললেন রেহাম
ছাড়াছাড়ি হওয়ার দুই সপ্তাহ পর মুখ খুললেন ইমরান খানের সাবেক পত্নী রেহাম খান। ১০ মাস আগেই রেহামকে বিয়ে করেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান।
রেহাম জানালেন, ইমরানের বাসা থেকে বলা হতো রান্নাঘরে বেশি বেশি সময় দেওয়ার জন্য। রেহামের কাজ রুটি বানানো, বাইরে বের হওয়া নয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তালাক হয়ে যাওয়ার পর সংবাদমাধ্যমে মুখ খুললেন রেহাম। সম্প্রতি সানডে টাইমসের সঙ্গে এ ব্যাপারে খোলামেলা মন্তব্য করেছেন তিনি।
রেহাম বলেন, ‘আমাকে বলা হয়, ওই পরিবার (ইমরান খানের) আমাকে রান্নাঘরে দেখতে চায়, আমি যেন ঠিকমতো রুটি তৈরি করি। তাঁরা আমাকে বাইরে দেখতে চান না।’
তিন সন্তানের জননী রেহাম সাবেক স্বামীকে তালাক দেওয়ার পর ইমরানকে বিয়ে করেন। রেহাম আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিতে কাজ করতেন। বিবিসির চাকরিও তিনি ছেড়ে দেন।
পেশোয়ারে ‘পথশিশুদের বিশেষ দূত’ হিসেবে রেহামের কাজ করার কথা। কিন্তু তিনি বলেন, ‘আমি কোনোভাবেই ওই কাজেও অংশ নিতে পারছিলাম না। আমি কোনো সভায় যেতে পারিনি, কোনো কার্যনির্বাহী বৈঠকে অংশ নিতে পারিনি।’
এ ব্যাপারে ইমরানের সঙ্গে কথাবার্তা হতো কি না জানতে চাইলে রেহাম বলেন, ‘আমি তাঁর সঙ্গে কথা বলতে চেষ্টা করতাম। আমি খুব কথা বলি। কিন্তু ইমরানের সঙ্গে আপনি পর্দার রংটা কেমন হবে তা নিয়ে কথা বলতে পারবেন না। বলিউডের সিনেমাটা কেমন তা নিয়ে কথা বলতে পারবেন না। ইমরানের কথাবার্তার একমাত্র বিষয় রাজনীতি।’
ইমরান সম্পর্কে রেহাম বলেন, ‘আমি এমন একজনকে বিয়ে করেছিলাম, যে আমাকে বুঝিয়েছিল ও আমাকে ভালোবাসে। যে ছিল খুব একা। আমি ভেবেছিলাম জীবন সম্পর্কে আমাদের ধারণা একই। এবং আমাদের উদ্দেশ্যও এক। কিন্তু আমরা দুজন সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির।’
পেশোয়ারে পথশিশুদের নিয়ে আবার কাজ শুরু করবেন রেহাম। এরই মধ্যে দুটি চলচ্চিত্রও প্রযোজনা করছেন।
৬২ বছর বয়স্ক ইমরান খান ব্রিটিশ জেমিমা গোল্ডস্মিথের সঙ্গে নয় বছর সংসার করে ২০০৪ সালে সম্পর্কের ইতি টানেন। চলতি বছরই ৪২ বছর বয়স্কা টিভি সাংবাদিক রেহামকে বিয়ে করেন তিনি ।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন