ইমরান হাশমি বই লিখছেন তার ক্যানসারে আক্রান্ত ছেলেকে নিয়ে
ক্যান্সারে আক্রান্ত ইমরান হাশমির পাঁচ বছরের ছেলে আয়ান। ক্যানসারের প্রথম স্টেজ ধরা পড়েছে আয়ানের। ছেলের এই অবস্থায় কলম ধরলেন অভিনেতা। জীবনযুদ্ধে ছেলের বেঁচে থাকার লড়াইয়ের কাহিনি লিপিবদ্ধ করে রাখতে চান তিনি। পারভিন শাহনির সঙ্গে ৯ বছর আগে বিয়ে হয় ইমরানের। এরপরই আয়ানের জন্ম। ছেলে হওয়ার পর সুখেই কাটছিল তাঁদের সংসার। কিন্তু সে সুখ বেশিদিন স্থায়ী হয়নি। গত দুবছর ধরে ছেলের জন্য খুব কঠিন সময় কেটেছে তাঁদের। জীবন থেকে অনেক কিছু শিখেছেন তিনি। হাসমি বলেছেন, এর মধ্যে একজন শিক্ষক তাঁর ছেলে এবং অপর শিক্ষক ক্যান্সার। ছেলেকে বাঁচানোর অদম্য চেষ্টা লেখনীর মধ্যে দিয়ে তুলে ধরেছেন ইমরান। এই বই নিয়ে খুবই আবেগতাড়িত ইমরান টুইটারে জানিয়েছেন, কবে এই বই প্রকাশ হবে, সেই অপেক্ষায় রয়েছেন তিনি। তিনি এও জানিয়েছেন, সম্ভবত আগামী বছরই সাধারণ মানুষের হাতে এই বই তুলে দিতে পারবে সংশ্লিষ্ট বই প্রকাশ সংস্থা। তাদের আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন বছর ৩৬-এর বলিউড অভিনেতা। ক্যান্সারের সঙ্গে ছেলের জীবনের লড়াই নিয়ে লেখা এই বইতে অভিনেতা ইমরানের লেখক-সত্ত্বাকেও ধরতে পারা যাবে। কিছুদিনের মধ্যেই টনি ডি’সুজা পরিচালিত মহম্মদ আজহারউদ্দিনের ক্রিকেট ও ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি বায়োপিক ‘আজহার’-এ দেখা যাবে ইমরানকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন