ইমরুলের অনুপ্রেরণা ‘বস’
ওয়ানডে দলে ফিরেই ম্যাচ-সেরা হওয়ার পেছনে ‘বস’কে কৃতজ্ঞতা জানিয়েছেন ইমরুল কায়েস। তার সেই বসের আর কেউ নন, বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা!
ওয়ানডেতে ফিরেই সোমবার ৭৬ রানের দারুণ এক ইনিংসে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক ইমরুল। বাদ পড়ার আগে টানা সাত ইনিংসে আউট হয়েছিলেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইমরুল শোনালেন তার অনুপ্রেরণার গল্প।
মাশরাফির দিকে তাকিয়ে ইমরুল বললেন, “চাপ একটু আজকে ছিল। কিন্তু আমার বস ব্যাটিংয়ে নামার আগে সুন্দর কিছু কথা বলেছে। সেখানেই আমার চাপটা কমে গেছে। ধন্যবাদ উনাকে।”
‘বস’ মাশরাফি তখন হাসছিলেন ইমরুলের কথা শুনে। অধিনায়ক শোনালেন ম্যাচের আগে ইমরুলকে উৎসাহ দেওয়ার গল্প।
“ওকে আমার খুব নার্ভাস মনে হচ্ছিল। সবাই যখন কথা বলছে, হাঁটাহাঁটি করছে, ও তখন বসে আছে চুপচাপ। আমি তখন ওকে গিয়ে বললাম, ‘বিশ্বকাপে চিন্তা করেছিস অনেক, রান করতে পারিসনি। এখন চিন্তার কিছু নাই।’ কখনও কখনও চিন্তা করে কিছু হয় না, না করলে ভালো হয়। এটাই চাচ্ছিলাম, ও ফ্রি ভাবে খেলুক, যেভাবে খেলে ঘরোয়া ক্রিকেটে রান করে এসেছে। ও করতে পেরেছে। আশা করি, এটা সে ধরে রাখবে।”
মাশরাফি অনুপ্রেরণাদায়ী কথাগুলোর কিছু সবাইকে শোনালেন ইমরুল।
“আমাকে বলেছেন ‘তুই তো খেলতে নামছিস, মরে যাচ্ছিস না। সুযোগ পেয়েছিস, কাজে লাগানোর চেষ্টা করবি। শূন্য করলে অসুবিধা নেই, শেষ তো হয়ে যাচ্ছিস না। নরম্যাল চিন্তা কর’। এটা শুনেই আমার চাপ কমে গেছে।”
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন