ইমরুলের চোট নিয়ে শঙ্কা নেই

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ একটি শতক করে সবার প্রশংসা কুড়িয়েছেন ইমরুল কায়েস। উদ্বোধনীতে নেমে দলের ইনিংসের প্রায় শেষ পর্যন্ত ব্যাটিং করে সবাইকে দারুণভাবে আশাবাদীও করে তুলেছিলেন তিনি। দলকে শেষপর্যন্ত জেতাতে না পারলেও কিছুটা চোট পেয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
ম্যাচ চালাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ইমরুল খুঁড়িয়ে খুঁড়িয়ে বেশ কিছুক্ষণ খেলেছেনও। এবার দ্বিতীয় ওয়ানডের আগে ইমরুলকে নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে, এই চোট নিয়ে পরের ম্যাচে খেলতে পারবেন তো?
বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন অবশ্য ইমরুলকে নিয়ে কোনো শঙ্কা দেখছেন না। শনিবার এ ব্যাপারে তিনি সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ, গতকালের ম্যাচ চলাকালীন ইমরুল হ্যামস্ট্রিংয়ে কিছুটা ব্যথা পেয়েছে। আশা করছি দ্বিতীয় ম্যাচের আগে সে পূর্ণ ফিট হয়ে যাবে। অবশ্য এখনো ২৪ ঘণ্টা সময় আছে। দলের ফিজিও-ট্রেনাররা তাঁকে নিয়ে কাজ করছেন।’
এর আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে অনেকটাই উপেক্ষিত ছিলেন ইমরুল। সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে দরুণ একটি শতক করে টিম ম্যানেজমেন্টের দৃষ্টি কেড়েছেন। প্রথম ওয়ানডের একাদশে জায়গা করে নিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে শতক করে সবার প্রশংসা কুড়িয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন