ইমরুলের ফিফটিতে ১০০ পেরিয়ে বাংলাদেশ
এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ফিফটি তুলে নিয়েছেন ইমরুল কায়েস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৩ রান। ইমরুল কায়েস ৫২ মুশফিকুর রহিম ৮ রান নিয়ে ব্যাট করছেন। ফিরে গেছেন মাহমুদউল্লাহ (৪), তামিম ইকবাল (১৯) ও লিটন দাস (৭)।
আজ সোমবার মিরপুর-শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা।
ব্যাট করতে নেমে ইমরুল কায়েসকে নিয়ে শুরুটা ভালোই করেছিলেন তামিম ইকবাল। কিন্তু উইকেটে থিতু হয়েও আউট হয়ে যান তামিম। জিম্বাবুয়ের পেসার তিনাশে পানিয়াঙ্গারার বলে উইকেটরক্ষ রেগিস চাকাভার গ্লাভসবন্দি হন এই বাঁহাতি। ইমরুলের সঙ্গে তার উদ্বোধনী জুটিতে আসে ৩২ রান। ২৫ বলে ৩টি চারে ১৯ রান করেন তামিম।
তামিমের বিদায়ের পর ক্রিজে আসেন প্রথম ওয়ানডেতে ওপেনিংয়ে নেমে ডাক মারা লিটন দাস। কিন্তু এদিন তিন নম্বরে নেমেও স্বাগতিক দর্শকদের হতাশ করেন এই ডানহাতি। ছক্কা মেরে রানের খাতা খুললেও ৭ রানের বেশি করতে পারেননি। তামিমের মতোই পানিয়াঙ্গারার বলে চাকাভাকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন