ইমরুল-সাব্বিরের বদলে তিন নম্বরে যাকে দেখতে চান সাঙ্গাকারা

এবারের চ্যাম্পিয়ন ট্রফিতে ধারাভাষ্যকার হিসেবে আর্বিভূত হয়েছেন লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে ৬-৭ নম্বরে ব্যাটিং করতে দেখে রীতিমতো হতবাক হয়েছেন তিনি।
আর সে জন্য বাংলাদেশ টিমকে পরামর্শ দিতেও ভুলেননি সাঙ্গাকারা। বলেন, ‘ বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের উচিত রিয়াদকে ৩-৪ নম্বরে খেলানো। তারা কেন পরিক্ষিত ব্যাটসম্যানদের নিয়ে এতো এক্সপেরিমেন্ট করছে? সাব্বিরের জন্য ৬-৭ পজিশনই বেস্ট। ৩ নম্বরে খেলার মতো ম্যাচিউরিটি সাব্বিরের এখনো হয়নি।
তিনি আরও বলেন, ‘ রিয়াদ ক্যারিয়ারের ১৮ ম্যাচে ৪ নম্বরে ব্যাট করেছে যেখানে তার গড় ৫১ এবং ২টি সেঞ্চুরি ও ৬ টি হাফ সেঞ্চুরি করেছে এই পজিশনে। তাহলে কেন রিয়াদকে এই পজিশনে খেলাচ্ছে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট’।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন