ইমামকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ
শেরপুরের ঝিনাইগাতী থেকে মসজিদের এক ইমামকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার সন্ধ্যায় উপজেলার তিনআনী বাজার এলাকা থেকে হাফেজ মোঃ সাদ্দাম হোসেন(২৫) নামের ওই ইমামকে ডিবি পরিচয় দিয়ে তুলে নেয়।
তিনি নালিতাবাড়ী উপজেলার বাজুপাড়া গ্রামের মসজিদে ইমামতি করতেন। নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিম পাড়া গ্রামের আলীম উদ্দিনের ছেলে তিনি।
ঝিনাইগাতী থানার এসআই আব্দুল করিম সোমবার সন্ধ্যায় জানান, মসজিদের ইমাম হাফেজ মোঃ সাদ্দাম হোসেনকে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে ঝিনাইগাতীর তিন আনী বাজার এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে ওই ইমামের বাবা সোমবার বিকেলে ঝিনাইগাতী থানায় একটি সাধরণ ডায়রি (জিডি) করেছেন।
নিখোঁজ ইমামের ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যাচ্ছে বলে ওই এসআই জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নকলা ইউএনও’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ
তথ্য প্রদানে সহযোগিতা না করে তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাঁধাগ্রস্তবিস্তারিত পড়ুন
পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে পাষন্ড স্বামী
শেরপুরে মাসুদা বেগম (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যারবিস্তারিত পড়ুন
শিশু রনিকে যুবক বানিয়ে মামলা, অবশেষে জামিন
শেরপুর সদর উপজেলার বেতমারী-ঘুঘরাকান্দি ইউনিয়নে একটি মারপিটের মামলায় রনি নামেবিস্তারিত পড়ুন