ইমার্জিং এশিয়া কাপের নেতৃত্বে মুমিনুল

আর কয়দিন বাদেই ঘরের মাঠে বসছে ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। অনূর্ধ্ব-২৩ বছরের ক্রিকেটারদের এই টুর্নামেন্টে এশিয়ার আট দেশ অংশ নেবে। কক্সবাজারে আসরটি মাঠে গড়াবে ২৭ মার্চ।
টুর্নামেন্টের প্রস্তুতিতে অংশ নিতে বাংলাদেশ দল এরই মধ্যে কক্সবাজারে পৌঁছেছে। অন্য সাতটি দেশের আসার কথা ২৫ মার্চ থেকে।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে বাংলাদেশ দলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ হংকং। ২৮ মার্চ নেপাল ও ৩০ মার্চ পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই শেখ কামাল স্টেডিয়ামে।
‘এ’ গ্রুপে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়ামে হবে বাকি ম্যাচগুলো। ৩ এপ্রিল ফাইনাল, ম্যাচটি দিবা-রাত্রির।
এই আসেরর বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মুমিনুল হক। সহ-অধিনায়ক নাসির হোসেন।
ইমার্জিং কাপে বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিথুন, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, আজমীর আহমেদ, রাহাতুল ফেরদৌস, আফিফ হোসেন ধ্রুব, সালমান হোসেন, মাসুম আহমেদ।
অপেক্ষমাণ তালিকা : শফিউল ইসলাম, জাকির হাসান, তানভীর হায়দার, ইয়াসিন আরাফাত মিশু।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন