ইরফানের উপর ধোনির হিংস্র আচরণ

অলরাউন্ডার ইরফান পাঠানের উপর অহেতুক মেজাজ দেখালেন পুনের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মাহির এ আচারণে বিস্মিত সবাই।
একের পর এক ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হচ্ছে ইরফানকে। এই নিয়ে চারিদিকে সমালোচনা। ব্যক্তিগত অপছন্দের কারেণেই নাকি সীমিত ওভারে দারুণ কার্যকর এই অলরাউন্ডারকে একাদশের বাইরে রাখছেন ধোনি। অবশেষে ১৪ মে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে ইরফানকে নামানো হয়। সেখানে মাঠের মধ্যেই ইরফানের উপর প্রচণ্ড মেজাজ দেখান ধোনি।
ঘটনাটা ছিল এরকম, ধোনি স্ট্রাইক করছিলেন। বোলার ছিলেন কেকেআর-এর সুনীল নারাইন। ধোনি বল ঠেলে সিঙ্গেল নেওয়ার জন্য দৌঁড় দেন। কিন্তু ওখানে রান ছিল না। নন স্ট্রাইক এন্ডে দাঁড়িয়েছিলেন ইরফান। তিনি বুঝতে পেরেছিলেন এই রান নেওয়া সম্ভব নয়। কিন্তু ধোনি ততক্ষণে ক্রিজ ছেড়ে বেরিয়ে পড়েছেন।
পাঠানের তরফ থেকে কোনও সাড়া না পাওয়ায় ধোনি নিজেকে আর স্থির রাখতে পারেননি। এমন প্রতিক্রিয়া তিনি দেখালেন, যা সচরাচর ধোনির থেকে দেখা যায় না। পাঠান ক্রিজ ছেড়ে না বেরোলে ধোনি রান আউট হতেন। রাঁচির রাজপুত্র প্রচণ্ড ক্ষেপে গিয়ে চিৎকার চেঁচামেচি জুড়ে দেন, দৌঁড়াতে দৌঁড়াতেই।
বেচারা পাঠান আর কী করবেন! ধোনি তাঁর অধিনায়ক। তিনি কল করেছেন। পাঠান না বেরিয়ে পারলেন না। ক্রিজেও পৌঁছাতে পারেননি পাঠান। রান আউট হয়ে মাঠ ছাড়তে হল ইরফানকে। এই ভিডিওটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অফিসিয়াল সাইটে আপলোডও করা হয়েছিল। কিন্তু ধোনির প্রতিক্রিয়া এবং যেভাবে তিনি পাঠানকে রান আউট করেন, তা ধোনির ভাবমূর্তি নষ্ট করার পক্ষে যথেষ্ট।
কিন্তু আইপিএলের অফিসিয়াল সাইট থেকে সেই ভিডিওটি ডিলেট করে দেওয়া হয়। ভিডিও না হয় ডিলেট করা হয়েছে কিন্তু টেলিভিশন ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের দৌলতে সেই ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে ধোনির অন্য রূপ। এই ধোনিকে অনেকেই চেনেন না।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন