ইরাকে জোড়া বোমা হামলায় নিহত ৭০
ইরাকের রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো শতাধিক লোক। রোববার পশ্চিম বাগদাদের শিয়া অধ্যুষিত সদর শহরের জনসমাগমপূর্ণ একটি মার্কেটে এ হামলার ঘটনা ঘটে । চরমপন্থি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, মার্কেটের কাছে প্রথম বোমা হামলার কিছুক্ষণ পরই দ্বিতীয় হামলাটি চালানো হয়। প্রথম হামলার সময় শতাধিক লোক আহত হলে আশপাশের লোকজন তাদের সাহায্যের জন্য ছুটে যায়। এ সময় মোটরসাইকেলে করে এক আত্মঘাতী হামলাকারী বোমাটির বিস্ফোরণ ঘটায়।
এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ওই এলাকায় জঙ্গিরা যাতে পরবর্তী দফায় হামলা চালাতে না পারে সে জন্য মার্কেটটি সিলগালা করে দেওয়া হয়েছে।
হামলার পরপর আইএস দায় স্বীকার করে বিবৃতিতে দিয়েছে। এতে বলা হয়েছে, ‘যেখানেই মুশরিকদের পাওয়া যাবে, সেখানেই তাদের হত্যা না করা পর্যন্ত আমাদের তরবারি কোষবদ্ধ হবে না।’ শিয়াদের মুশরিক বা অবিশ্বাসী বলেই মনে করে আইএস।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন