ইরাকে জোড়া বোমা হামলায় নিহত ৭০
ইরাকের রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো শতাধিক লোক। রোববার পশ্চিম বাগদাদের শিয়া অধ্যুষিত সদর শহরের জনসমাগমপূর্ণ একটি মার্কেটে এ হামলার ঘটনা ঘটে । চরমপন্থি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, মার্কেটের কাছে প্রথম বোমা হামলার কিছুক্ষণ পরই দ্বিতীয় হামলাটি চালানো হয়। প্রথম হামলার সময় শতাধিক লোক আহত হলে আশপাশের লোকজন তাদের সাহায্যের জন্য ছুটে যায়। এ সময় মোটরসাইকেলে করে এক আত্মঘাতী হামলাকারী বোমাটির বিস্ফোরণ ঘটায়।
এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ওই এলাকায় জঙ্গিরা যাতে পরবর্তী দফায় হামলা চালাতে না পারে সে জন্য মার্কেটটি সিলগালা করে দেওয়া হয়েছে।
হামলার পরপর আইএস দায় স্বীকার করে বিবৃতিতে দিয়েছে। এতে বলা হয়েছে, ‘যেখানেই মুশরিকদের পাওয়া যাবে, সেখানেই তাদের হত্যা না করা পর্যন্ত আমাদের তরবারি কোষবদ্ধ হবে না।’ শিয়াদের মুশরিক বা অবিশ্বাসী বলেই মনে করে আইএস।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন