ইরাকে নির্মাণ হবে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন
যুদ্ধবিধ্বস্ত ইরাকের মানুষকে আকাশছোঁয়ার স্বপ্ন দেখাচ্ছে দেশটির নির্মাতা প্রতিষ্ঠান এএমবিএস আর্কিটেক্টস। কিছুদিন আগেই প্রতিষ্ঠানটি উন্মুক্ত করেছে আকাশচুম্বী এক টাওয়ারের পরিকল্পনা, যার উচ্চতা এক হাজার ১৫২ মিটার! এই টাওয়ারের নাম হবে ‘দ্য ব্রাইড’। ইরাকের সর্ববৃহৎ বন্দর বসরায় গেড়ে বসবে এই বিশাল দালান। ডিজিন ওয়েবসাইটে পাওয়া গেছে এই নির্মিতব্য ভবনের খবর।
তিন হাজার ৭৮০ ফুট উচ্চতার এই টাওয়ারটির নির্মাণকাজ সম্পন্ন হলে এটি ছাড়িয়ে যাবে দুবাইয়ে অবস্থিত বর্তমান পৃথিবীর সর্ববৃহৎ ভবন ‘বুর্জ খলিফা’- কেও। বুর্জ খলিফার উচ্চতা দুই হাজার ৭২৩ ফুট।
‘দ্য ব্রাইড’ হবে আলাদা উচ্চতার চারটি ভিন্ন টাওয়ারের সমন্বয়। কেন্দ্রীয় টাওয়ারটি ঢাকা থাকবে ‘গ্লেজড ক্যানোপি’ (একধরনের চকচকে শামিয়ানা) দিয়ে, যা এর নিচের লেভেলগুলোসহ নিচের খোলা স্থানেও ছায়া দেবে।
বসরায় গ্রীষ্মের নিয়মিত তাপমাত্রা ১২২ ডিগ্রি ফারেনহাইটের আশপাশে ওঠানামা করে। টাওয়ারটির এ রকম পরিকল্পনা সেখানকার অধিবাসীদের জন্য হতে পারে আশীর্বাদ। মজার ব্যাপার হলো, পুরো টাওয়ারটি যে পরিমাণ বিদ্যুৎ খরচ করবে, তার উৎপাদন হবে টাওয়ারটি থেকেই! কারণ, আর্কিটেক্ট কোম্পানিটির পরিকল্পনা অনুসারে পুরো টাওয়ারে বসানো হবে যথেষ্ট পরিমাণ সোলার প্যানেল।
দ্য ব্রাইডের পাঁচ লাখ ৮৮ হাজার ২৮০ বর্গফুটের বুকজুড়ে থাকবে অফিস, হোটেল, আবাসন, বাণিজ্যকেন্দ্র, পার্ক, এমনকি বাগানও। হাজার হাজার মানুষ এই বিশালাকৃতি টাওয়ারের বিস্তৃতি উপভোগ করতে পারবেন। ছায়াযুক্ত বিশাল পার্ক ছাড়াও থাকবে ব্যায়াম ও হাঁটার জন্য বড় রাস্তা।
নির্মাতা প্রতিষ্ঠান এএমবিএস আর্কিটেক্টস এর আগে ইরাকের সর্বপ্রথম এবং নান্দনিক পাবলিক লাইব্রেরিটিরও ডিজাইন করেছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন