ইরানে সরকার পরিবর্তন চান না ট্রাম্প

ইরানের সরকার পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলার একদিন পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইরানে সরকার পরিবর্তন চান।
স্থানীয় সময় সোমবার (২৪ জুন) সকালে নেদারল্যান্ডসে নেটো সম্মেলনে যাওয়র সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
ইরানে সরকার পরিবর্তন চান কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি মার্কিন প্রেসিডেন্ট বলেন, “না। আমি এটা চাই না। আমি চাই যত দ্রুত সম্ভব সবকিছু শান্ত হয়ে আসুক।”
তিনি আরও বলেন, “সরকার পরিবর্তন নৈরাজ্যের দিকে নিয়ে যায় এবং আদর্শিকভাবে আমরা অনেক নৈরাজ্য দেখতে চাই না।”
এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমা ফেলতে ইসরায়েলকে নিষেধ করেছেন।
ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, “ইসরায়েল, বোমা ফেলো না। তুমি যদি এটা করো, তা হবে যুদ্ধবিরতির বড় ধরনের লঙ্ঘন। পাইলটদের এখনই ঘরে ফেরাও!”
এর আগে, যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টা পরই ইরান থেকে আবার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই অভিযোগ করেছেন। একইসঙ্গে ইরান যুদ্ধবিরতির শর্ত ভাঙায় তেহরানকে কঠোর জবাব দেওয়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। এর কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প ইসরায়েলের প্রতি এ আহ্বান জানিয়েছেন।
যদিও ইসরায়েলের অভিযোগ নাকচ করে দিয়েছে ইসরায়েল।
উল্লেখ্য, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার একদিন পর রবিবার দেশটির সরকার পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেছিলেন, “সরকার পরিবর্তন টার্মটার ব্যবহার রাজনৈতিকভাবে সঠিক নয়। কিন্তু ইরানের বর্তমান সরকার যদি দেশটিকে আবার শ্রেষ্ঠত্বে পৌঁছাতে অক্ষম হয়, তাহলে সেখানে সরকার পরিবর্তন হবে না কেন?”
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন