ইরান সফরে আলোড়ন তুললেন পর্ন তারকা

সম্প্রতি একজন ব্রিটিশ পর্ন তারকা ইরান সফর করে আলোড়ন তুলেছেন। জানা যায়, ইরানে গিয়ে নাকে কসমেটিক সার্জারি করেছেন তিনি। আর এ ঘটনার প্রক্রিয়ায় আলোড়ন উঠেছে পুরো ইরান জুড়েই। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।
ক্যান্ডি চ্যামস নামে সে ব্রিটিশ পর্ন তারকা কিছুদিন আগেই ইরান সফর করেন। এ সফরে তার মূল উদ্দেশ্য ছিল নাকের কসমেটিক সার্জারি করা। এ সময়েই তিনি ইরানে বেশ জমিয়ে বসেন। আর তা নিয়েই পরবর্তীতে সরগরম হয়ে ওঠে ইরানিরা।
মজার বিষয় হলো, ইরান সফরের সময় তার কার্যক্রম বিষয়ে কোনো তথ্যই পাওয়া যায়নি। তিনি ইরানে কাজ শেষ করার পর সে বিষয়ে ইন্সটাগ্রামে তার ছবি পোস্ট করেন। আর সে থেকেই বিষয়টি আলোচিত হয়।
চ্যামস তার ইন্সটাগ্রামে কালো হেডস্কার্ফ পরা ছবি পোস্ট করেন। এ পোশাক সাধারণত ইরানে নারীরা পরে থাকেন। আর সে বিষয়টি তিনি পোস্টেই জানিয়ে দেন যে, সম্প্রতি তিনি ইরান সফর করেছেন।
তিনি লিখেছেন, ‘আমি আমার খুব কাছের কয়েকজন বন্ধু ও পরিবারের সদস্যদের জানাতে পেরেছিলাম সে বিষয়টি। কারণ ইরানে সামাজিক যোগাযোগমাধ্যম ও টুইটার নিষিদ্ধ। এ অবস্থায় যোগাযোগ রক্ষা করা কঠিন।’
তিনি ইরানের রাজধানী তেহরান সফর করেন। সেখানে তিনি মানুষদের অত্যন্ত দয়ালু ও ভদ্র বলে বর্ণনা করেন।
চ্যামস লিখেছেন, ‘ইরান সফরে আমি অসাধারণ মজার সব মানুষের সঙ্গে দেখা হওয়ায় সত্যিই অত্যন্ত আনন্দিত। যেখানে মানুষের তেমন কিছু করার সুযোগ নেই সেখানেও তারা নিজের জীবনে ঝুঁকি নিয়ে অনেক কিছু করেছেন।’
তার সেই পোস্টে বহু মানুষ মন্তব্য করেন এবং এক পর্যায়ে তা মুছে ফেলতে হয়। এরপর হ্যাকিংয়ের ভয়ে তিনি তার অ্যাকাউন্টও বন্ধ করে দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বহু মানুষ প্রশ্ন করছেন, একজন পর্ন স্টার কিভাবে ইরানের ভিসা পেলেন এবং তার কাজ শেষে নির্বিঘ্নে চলে
আসলেন।
তার সফরের বিষয়ে ইরানের একজন মন্ত্রী জানান, তিনি একটা ট্রাভেল এজেন্সি থেকে ভিন্ন নামে ইরানের ভিসা চান। এ সময় তিনি নিজের পরিচয় হিসেবে বিউটিশিয়ান ব্যবহার করেন। ফলে তাদের পক্ষে এ নারীর পরিচয় জানা সম্ভব হয়নি।
তবে অনেকেই তার সফরকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন। অনলাইনে কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী জানিয়েছেন, ‘পর্ন তারকার ইরান সফর ইরানিদের সঙ্গে পশ্চিমাদের পারমাণবিক বিষয়ে মতবিরোধ দূর করতে সহায়ক হবে।’
অবশ্য তার ইরান সফর নিয়ে বিভ্রান্তি তৈরির কারণে অনেকেই তার আশ্রয়দাতা ও চিকিৎসকদের নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন