ইলিশ ধরে কারাগারে ফরিদপুরের ১২ জেলে
ফরিদপুরের সদরপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে নয় জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা রহমানের নেতৃত্বে নদীতে অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জালও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ইলিশ আহরণ, মজুদ ও পরিবহনের দায়ে দণ্ডবিধি ১৮৮ ধারায় এ শাস্তি দেন আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন বাচ্চু বাদশা (৪০), আইয়ুব বাদশা (৪২), চান মিয়া বাদশা (৩৮), মো. শহিদ মোল্লা (৪৫), মো. আবুল কালাম মোল্লা (৪২), পবিত্র চন্দ্র রায় (৫৫), শেখ শহিদ (৩৫), শেখ সালাম (৪২), শুভ্র মুন্সী (৩৫)।
অভিযানে আটক দুই মণ ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। আর তিন হাজার মিটার কারেন্ট জাল স্থানীয় ঘাটে পুড়িয়ে ফেলা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা।
অপরদিকে আজ শনিবার পদ্মায় অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন নির্বাহী হাকিম পারভেজ মল্লিক।
সাজাপ্রাপ্তরা হলেন কবিরপুরের পান্নু জমাদার (৩২), আবদুল ব্যাপারী (৫০) এবং চরসালেপুরের শাহিন ব্যাপারী (৩৫)।
এ সময় তিন জেলের কাছ থেকে জব্দ করা ৩০ কেজি ইলিশ এতিমখানায় দিয়ে দেওয়া হয়। আর ২০ হাজার মিটার ক্যারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়।
সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. নওশের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফরিদপুরে সাত বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষণকারী আটক
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় সাত বছরেরবিস্তারিত পড়ুন
ফরিদপুরে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২
ফরিদপুরে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণেরবিস্তারিত পড়ুন
নদীতে ডুবে প্রাণ গেল চার শিশুর
ফরিদপুরের নগরকান্দায় কুমার নদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজবিস্তারিত পড়ুন