ইলেক্টরাল ভোট : ট্রাম্প ১৬৮ হিলারি ১৩১

যতই সময় যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সবার মনে একটাই প্রশ্ন দুই প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট। বুধবার সকাল ১০টা থেকে বিভিন্ন রাজ্যের ভোটের ফল পাওয়া যাবে। তবে এরই মধ্যে কয়েকটি জায়গায় ভোটের ফল পাওয়া গেছে।
এখন পর্যন্ত ইলেক্টরাল ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। ট্রাম্প পেয়েছেন ১৬৮টি ইলেক্টোরাল ভোট। অপরদিকে হিলারি পেয়েছেন ১৩১টি ইলেক্টরাল ভোট।
অর্থাৎ এখন পর্যন্ত ৪১টি ইলেক্টরাল ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হতে হলে ট্রাম্পকে আর মাত্র ১০২টি ইলেক্টরাল ভোট প্রয়োজন। অপরদিকে হিলারির প্রয়োজন ১৩৯টি ইলেক্টরাল ভোট।
যুক্তরাষ্ট্রের নির্বাচনের নিয়মানুযায়ী ভোটারদের ভোটে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় না। তাদের ভোটে প্রতিটি অঙ্গরাজ্যে ইলেক্টোরাল কলেজের সদস্য নির্বাচিত হন। এরপর ইলেক্টোরাল কলেজের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন প্রেসিডেন্ট।
৫০ রাজ্যসহ মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৫৩৮। এর মধ্যে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য ৪৩৫ জন ও সিনেট সদস্য ১০০ জন। এ নিয়ে মোট ৫৩৫ জন। এছাড়া বিশেষ মর্যাদায় তিনটি ইলেক্টোরাল কলেজ ভোট দেয়ার ক্ষমতা রয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসির। সব মিলিয়ে ৫৩৮ ইলেক্টোরাল কলেজ সদস্য, যার অর্ধেক ২৬৯।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন