ইলেক্ট্রনিক স্কোরবোর্ডের ভুলে বাংলাদেশ-শ্রীলঙ্কার চলমান টেস্ট ম্যাচ বাতিল!

আজ (শুক্রবার) গল টেস্টের তৃতীয় দিনের মত চতুর্থ দিনের খেলাও ১১ ওভার বাকি থাকতে বাতিল ঘোষণা করতে বাধ্য হলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
এই বাতিল করার অর্থ, পুরো ম্যাচ নয়, নির্দিষ্ট দিনের বাকি খেলা। বৃষ্টির কারণে যেখানে খেলা বন্ধ হয়েছে, পরের দিন সেখান থেকে আবার শুরু হবে। এতে পুরো ম্যাচ বাতিল হওয়ার কোনো প্রশ্নই আসে না।
কিন্তু গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ইলেক্ট্রনিক স্কোরবোর্ডে ক্ষমার অযোগ্য একটি ভুল করে ফেলা হয়েছে। যে ভুলে দেখা গেলো বাংলাদেশ-শ্রীলঙ্কার চলমান টেস্ট ম্যাচ বাতিল!
শ্রীলংকান সময় বিকাল ৫টা ৮ মিনিটে, বাংলাদেশ সময় বিকাল ৫ টা ৩৮ মিনিটে দিনের খেলা বাতিল ঘোষণা করেন ম্যাচ রেফারি। এরপরই গলের ইলেক্ট্রনিক স্কোরবোর্ডে ভেসে উঠলো ‘ম্যাচ কলড অফ’। অথ্যাৎ পুরো ম্যাচই বাতিল।
যদিও এই ভুলটা ছিল মাত্র কয়েক মিনিটের জন্য। এরপরই হয়তো ভুলটা বুঝতে পেরেছে তারা। সঙ্গে সঙ্গেই ভুল শুধরে নেয়া হয়েছে; কিন্তু তার আগেই বাংলাদেশ থেকে যাওয়া সাংবাদিকদের স্মার্ট ফোনের কয়েক ঝলক ফ্ল্যাশ, ক্লিক.. ক্লিক…। ভুলটা ফ্রেমবন্দি হয়ে থাকলো।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন