ইসলামকে বদনাম করছে পাকিস্তানীরা —

সম্প্রতি ধর্মবিদ্বেষের শিকার হয়ে পাকিস্তানের এক বিশ্ববিদ্যালয়ে খুন হয়েছে এক ছাত্র। তার পরিপ্রেক্ষিতেই এবার এক কড়া বার্তা দিলেন নোবেলজয়ী পাকিস্তানি মালালা ইউসুফজাই। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। এক মেসেজে তিনি বলেন, ‘আমরা ইসলামো ফোবিয়ার কথা বলি। কিন্তু কারা পাকিস্তানের নাম খারাপ করছে? কারা বদনাম করছে ইসলামকে?পাকিস্তানই দায়ি এর জন্য। আর কেউ নয়। পাকিস্তানই এর জন্য যথেষ্ট।
গত বৃহস্পতিবার মাশাল খান নামে সাংবাদিকতার এক ছাত্রকে খুন করা হয়। ইউনিভার্সিটি চত্বরেই এই ঘটনা ঘটে। মাশালের বিরুদ্ধে অভিযোগ ছিল, সে নিজেকে “ধর্মহীন” দাবি করেছিল। সেই কারণে তাঁর বিশ্ববিদ্যালয়ের সামনেই তাঁকে পিটিয়ে মারা হয়।
সে প্রসঙ্গেই মালালা বলেন, আসলে পাকিস্তানের মানুষের উচিৎ ধর্ম সংক্রান্ত ব্যাপারে আরও সচেতন হওয়া। ইসলাম ধর্ম শান্তি এবং সহিষ্ণুতা শেখায়। আমরা ইসলাম ফোবিয়া নিয়ে কথা বলি। অথচ আমাদের দেশের সম্পর্কে কোনও আলো ধারণাই নেই গোটা বিশ্বের। এর জন্য দায়ি নয় অন্য কেউই। আমরাই আমাদের জায়গাটা নষ্ট করেছি।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন