ইসলামিক গেমস শুটিংয়ে বাংলাদেশের স্বর্ণ জয়
ইসলামিক সলিডারিটি গেমসের শুটিংয়ে আগের দিন একটি রুপা পদক জিতেছিল বাংলাদেশ। ১০ মিটার এয়ার রাইফেলে তরুণ শুটার রাব্বি হাসান রৌপ্যপদক জিতে সবাইকে চমকে দিয়েছিলেন।
বাংলাদেশের ক্রীড়া প্রেমীদের জন্য এবার আরো বড় চমক এসেছে সেই শুটিং থেকেই। আজারবাইজানের বাকুতে ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন আবদুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা।
ইরানের খেদমতি নাজমেহ ও নূরজিয়ান পোরিয়া জুটিকে বাকি ও দিশা জুটি ৫-১ পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন। ম্যাচের প্রথম তিনটি শটে বাংলাদেশের দুই শুটার যথাক্রমে ২০.৯, ২০.৩, ১৯.৭ পয়েন্ট স্কোর করেন। এরপর দুটি শটে বাকি-দিশা ২০.৬ ও ২১.৫ পয়েন্ট পেয়ে জিতে নেন স্বর্ণ পদক।
অবশ্য শুটিংয়ে এটি নতুন একটি ইভেন্ট। দিল্লিতে শুটিং বিশ্বকাপে এই বছরেই পরীক্ষামূলকভাবে ইভেন্টটি চালু করা হয়। বাকুতে নতুন এই ইভেন্টে বাংলাদেশ দারুণ এই সাফল্য পেয়েছে।
কমনওয়েলথ গেমসে রুপাজয়ী বাকি আগের দিন ব্যর্থ হয়েছিলেন ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত ইভেন্টে। সে ইভেন্টে তিনি হয়েছিলেন পঞ্চম। কিন্তু একদিনের ব্যবধানে সেই হতাশা ভুলিয়ে দিয়েছেন দারুণ এই সাফল্য পেয়ে।
গতকাল শনিবার রাব্বি রুপা জিতেছিলেন ২৪৫.৫ পয়েন্ট স্কোর করে। এই ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন তুরস্কের ওমর আকগুন। তিনি স্কোর করেন ২৪৯.৮।
শুটিং ছাড়াও চলমান এই গেমসে বাংলাদেশ জিমন্যাস্টিকস, কারাতে, ভারোত্তোলন ও সাঁতার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
এবারের গেমসে ৫৪টি মুসলিম দেশের তিন হাজার ক্রীড়াবিদ অংশ নেয়। ২২ মে শেষ হবে এই গেমস।
এই সংক্রান্ত আরো সংবাদ
সায়েন্সল্যাব এলাকা থেকে সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ঢাকা কলেজের
ঢাকার সায়েন্সল্যাব মোড় এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
ড. ইউনূস: আমাদের শিক্ষাব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে, এটি ত্রুটিপূর্ণ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা।বিস্তারিত পড়ুন
আইসিটি অধ্যাদেশ অনুমোদন, ধারণ করা যাবে বিচার প্রক্রিয়ার অডিও-ভিডিও
‘‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) অধ্যাদেশ ২০২৪’’ এর খসড়া চূড়ান্ত অনুমোদনবিস্তারিত পড়ুন