ইসলামে স্বেচ্ছায় দেহ ব্যবসার শাস্তি কী?
যারা স্বেচ্ছায় দেহ ব্যবসা করে তাদের জন্য ইসলাম ধর্মে কী ধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে?
বিশেষজ্ঞের উত্তর
ইসলামে স্বেচ্ছায় দেহ ব্যবসা করা পুরোপুরি হারাম। যেনার চেয়েও ভয়াবহ এই পেশাবৃত্তি। কেননা এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থা ধ্বংস হয়। সমাজের পবিত্রতা বলতে কিছু থাকে না। যুবক-যুবতীরা সৎ চরিত্র হারায়। সমাজে ফাসাদ সৃষ্টি হয়। মহান আল্লাহ তায়ালা লূত আলাইহিস সালাম এর জাতিকে সমকামিতার জন্য চিরতরে ধ্বংস করে দিয়েছিলেন। প্রমাণসাপেক্ষে দেহপসারিণীর বিভিন্ন ধরনের শাস্তি হতে পারে। তা হতে পারে পাথর মেরে মৃতদন্ড বাস্তবায়ন অথবা বেত্রাঘাত তবে শাস্তি বাস্তবায়ন করার ক্ষমতা কেবল রাষ্ট্রের এবং তা আদালতে দোষী সাব্যস্থ্য হওয়ার পর। যিনি স্বেচ্ছায় যেনা ব্যভিচারের এই পেশা গ্রহণ করবেন দুনিয়ায় তিনি তিনটি খেসারতের মুখোমুখি হবেন :
১. তার রিযিকের বরকত চলে যাবে।
২. সকল কল্যাণ থেকে বঞ্চিত হবেন।
৩. সকল মানুষ তাকে অপছন্দ করবেন।
আর আখিরাতে তিনি তিনটি খেসারতের মুখোমুখি হবেন :
১. আল্লাহ তায়ালার গজব।
২. কঠোর হিসাব।
৩. জাহান্নামের আগুন।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন