‘ইসলাম জঙ্গিবাদের সমর্থন করে না’ সাঘাটায় হাজি সম্মেলনে বক্তারা
এল এন শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় হাজি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাঘাটা হাজ্বী কল্যাণ সমিতির ৩য় বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন সামিতির সভাপতি আলহাজ্ব মাও. ফজলুর রহমান। সোমবার জুমারবাড়ী হাফেজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় সম্মেলনটি।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ফাউন্ডেশ গাইবান্ধার উপ-পরিচালক আলহাজ¦ আলমগীর সিকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর আলহাজ্ব আব্দুল জলিল মিয়া, অধ্যাপক আলহাজ¦ আব্দুল মাবুদ, সাঘাটা থানার এসআই মশিউর রহমান, মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল ওয়ারেছ, আলহাজ¦ আব্দুস সাত্তার, আলহাজ্ব আব্দুল্লাহ মাস্টার, খালিদ বিন মুসলিম । অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সেক্রেটারী অধ্যক্ষ আলহাজ্ব আব্দুর মতিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আল্লাহর ঘর তাওফ করে আসার পর কোন হাজি যেন পাপ কাজের সাথে জড়িত না হয় সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ইসলামের পথে নিজেরা পরিচালিত হয়ে পরিবার পাড়া প্রতিবেশিদেরকেও ইসলামের পথে পরিচালিত হওয়ার দাওয়াত পৌছাতে হবে। ইসলাম জঙ্গিবাদের সমর্থন করে না, যারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিপনার সাথে জড়িত হচ্ছে তাদের সেই অন্ধকার পথে কেউ যাতে পা না দেয় সে দিকেও নজর রাখতে বলেছেন বক্তারা।
উক্ত সম্মেলন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে । উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সম্মেলনে অংশগ্রহণ করেন ৫শতাধিক হাজি। অনুষ্ঠানে হাজি সমিতির কর্যক্রম এবং ইসলামের বিভিন্ন দিক নিয়ে লেখার সমন্বয়ে প্রকাশিত ‘স্মরণিকা’২০১৭ এর মোড়ক উন্মোচন করা হয়। পরে প্রত্যেক হাজির হাতে প্রকাশিত ম্যাগাজিনটি তুলে দেওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন