পৌরসভা নির্বাচন: নিরপেক্ষতা ও বাস্তবতা
‘ইসিকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে’
”এবার পৌরসভায় দলীয় ব্যানারে নির্বাচন হওয়ায় গণতন্ত্র চর্চার ভালো সুযোগ রয়েছে। তেমনি নিরপেক্ষতা ঝুঁকিতে পড়ার সুযোগও আছে। তবে আশা করব বিজয়ের মাসের এই নির্বাচনে নির্বাচন কমিশন বাস্তবতার নিরিখে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করবে।”
শনিবার ইডব্লিউএমজিএল- এর কনফারেন্স রুমে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘পৌরসভা নির্বাচন: নিরপেক্ষতা ও বাস্তবতা” শীর্ষক গোলটেবিল বৈঠকে ব্যারিস্টার আহসান হাবিব এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানটি শুরু হয়।
তিনি বলেন, এ নির্বাচনে দীর্ঘদিন পর বিএনপি তাদের জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ পেয়েছে। আওয়ামী লীগ এবং বিএনপি দুই পক্ষের জন্যই এ নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে নির্বাচন কমিশনকে তাদের নিরপেক্ষতার প্রমান দিতে হবে। দলীয় ব্যানারে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সরকারের জন্যও একটা চ্যালেঞ্জ।
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত অাছেন সাবেক নির্বাচন কমিশনার মুহম্মদ ছহুল হোসাইন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী কর্ণেল (অব.) জাফর ইমাম বীর বিক্রম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন হাওলাদার, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আকতারুজ্জামান, সাবেক আইজিপি হাদিস উদ্দিন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ শারমিন মুর্শিদ, ফেমা’র মনিরা খান, ৭১ টেলিভিশনের বার্তা প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকী প্রমুখ।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে ৭১ টেলিভিশন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন