ইসির সংলাপের জন্য যেসব প্রস্তাব নিচ্ছে আ.লীগ
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের জন্য প্রস্তাব প্রণয়নের কাজ শুরু করেছে । বুধবার রাতে আ.লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক সূত্রে প্রস্তাব প্রণয়নের কাজ শুরুর কথা জানা গেছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান এইচটি ইমামের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, আ.লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মশিউর রহমান, রাশিদুল আলম, সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবির কাউসার প্রমুখ।
সূত্র জানায়, আগামী ১৮ অক্টোবর নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের আলোচনা সূচি ঠিক করতে আজকের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংলাপের বিষয়ে বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। তার মধ্যে আছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব, নির্বাচনী ব্যয় নির্ধারণে দলীয় প্রস্তাব, নির্বাচনের আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, নির্বাচনে দেশি বিদেশি পরর্যবেক্ষক নিয়োগ ও তাদের কার্যক্রম সম্পর্কে নতুন করে বিধি-বিধান প্রণয়ন।
এছাড়াও, নির্বাচন কমিশন এ পর্যন্ত যেসব বিধি-বিধান গ্রহণ করেছে, সেগুলোতে থাকা অসঙ্গতিগুলো তুলে ধরা হবে আসন্ন সংলাপে। এ পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে সুশীল সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপে যেসব প্রস্তাব তুলে ধরে হয়েছিল, সেগুলোতে থাকা অসঙ্গতিগুলোও কমিশনের কাছে তুলে ধরা হবে।
জানা গেছে, আ.লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসলে এ প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। এরপর দলটির কার্যনির্বাহী বৈঠকে প্রস্তাবগুলো চূড়ান্ত করা হবে।
জানতে চাইলে আ.লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বৈঠকের বিষয়টি স্বীকার করে বলেন, প্রস্তাব নিয়ে আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে। কার্যনির্বাহী বৈঠকে প্রস্তাব চূড়ান্ত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন